TMC: কম্বল বিতরণ নিয়েও তৃণমূলের গোষ্ঠীকোন্দল! গুরুতর আহত সংখ্যালঘু সেলের নেতা, উত্তপ্ত রাজারহাট

TMC Clash: কম্বল বিতরণ নিয়ে তৃণমূলের (TMC) দুই পক্ষের গোষ্ঠী সংঘর্ষ! আহত হলেন বেশ কয়েকজন। শনিবার বিধাননগর পুরো নিগমের ১৩ নম্বর ওয়ার্ড হাতিয়াড়ায় এই ঘটনায় ছড়াল ব্যাপক উত্তেজনা।

TMC: কম্বল বিতরণ নিয়েও তৃণমূলের গোষ্ঠীকোন্দল! গুরুতর আহত সংখ্যালঘু সেলের নেতা, উত্তপ্ত রাজারহাট
গুরুতর আহত উত্তর ২৪ পরগনার সংখ্যালঘু নেতা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 10:05 PM

রাজারহাট: কম্বল বিতরণ নিয়ে তৃণমূলের (TMC) দুই পক্ষের গোষ্ঠী সংঘর্ষ! আহত হলেন বেশ কয়েকজন। শনিবার বিধাননগর পুরো নিগমের ১৩ নম্বর ওয়ার্ড হাতিয়াড়ায় এই ঘটনায় ছড়াল ব্যাপক উত্তেজনা। জানা যাচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একদিকে রয়েছে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অনুগামী এবং অন্যদিকে রয়েছে নিউ টাউন তৃণমূল কংগ্রেসের অপর এক গোষ্ঠী। সেই গোষ্ঠী সংঘর্ষে গুরুতর আহত হলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি নাজির উদ্দিন ওরফে চাঁদু।

জানা গিয়েছে, বিধাননগর পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল নেতৃত্ব। সেই অনুষ্ঠান ঘিরে শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ। স্থানীয় সূত্র মারফত খবর, কম্বল বিতরণ অনুষ্ঠান নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে শুরু হয় বাকবিতণ্ডা। তার পর তা গড়ায় হাতাহাতিতে। আর এই মারধরে গুরুতর আহত হন তৃণমূলের উত্তর ২৪ পরগনা সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি নাজির উদ্দিন ওরফে চাঁদু। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন সোদপুরের একটি বেসরকারি হাসপাতালে, চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র মারফত খবর, নিউটাউন হাতিয়াড়াতে শুক্রবার রাত থেকেই উত্তেজনা ছড়ায়। মূলত কম্বল বিতরণ অনুষ্ঠান নিয়ে এই ঝামেলা। অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল স্থানীয় নেতা কালু ও নাটার। তবে স্থানীয় তৃণমূলের নেতাদের না জানিয়ে এই অনুষ্ঠান করাকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলার সূত্রপাত। এক পক্ষ বন্ধ করতে চায় অনুষ্ঠান। আরেক পক্ষ রুখে দাঁড়ায়।

তার পর শনিবার সকালে নিউটাউন তৃণমূলের টাউন সভাপতি অচিন্ত্য মন্ডলকে ফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর দাবি মতো বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। শুক্রবারই ১৩ নম্বর ওয়ার্ডের কার্যকরী সভাপতি জিয়ারুল কে মারধর করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। তার পরে ইকো পার্ক থানার হস্তক্ষেপে সেই সময়ের মতো গন্ডগোল মিটেও যায়। কিন্তু চাঁদুর আহত হওয়ার ঘটনায় ফের ছড়িয়েছে উত্তেজনা। শনিবার সকাল থেকে পুনরায় ফেরপ শুরু হয় তৃণমূলের দুই পক্ষের বচসা। সেখান থেকে হাতাহাতি। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য এলাকায়।

আরও পড়ুন: Swasthya Sathi: কোটি কোটি টাকা বাকি সরকারের কাছে, স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা দিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি? |

আরও পড়ুন: Mamata-Adani-Mahua: ভরা বৈঠকে ধমক কেন? আদানির বিরুদ্ধে সরব হয়েই কি মমতার স্নেহ-বৃত্তের বাইরে মহুয়া?

আরও পড়ুন: Coal Scam: ‘অসুস্থ’ বিকাশ মিশ্রকে পাঁজাকোলা করে এজলাসে নিয়ে গেলেন সিবিআই অফিসার! ফের নাকচ জামিন