AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actor Dev on SIR: শুনানিতে ডাক পেয়েছেন দেব? তালিকায় রয়েছেন এই অভিনেতা-অভিনেত্রীও

SIR News: এসআইআর (SIR)-এর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। অন্তত তেমনটাই দাবি করেছেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের। যদিও, দেব এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

Actor Dev on SIR: শুনানিতে ডাক পেয়েছেন দেব? তালিকায় রয়েছেন এই অভিনেতা-অভিনেত্রীও
দেব অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 06, 2026 | 5:43 PM
Share

কলকাতা: খসড়া তালিকায় নেই নাম। এসআইআর (SIR)-এর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। অন্তত তেমনটাই দাবি করেছেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের। যদিও, দেব এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এখানে উল্লেখ্য,  এর আগে কবি জয় গোস্বামীও ডাক পেয়েছিলেন এসআইআর-এর শুনানিতে। তা নিয়ে যথেষ্ঠ ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি ও তাঁর মেয়ে। এর পাশাপাশি এও জানা গিয়েছে, ক্রিকেটার মহম্মদ সামিরও ডাক পড়েছে এসআইআর-এর শুনানিতে।

৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, “লাবনী সরকারের নামে সবাই চেনেন। তিনি বাংলার সিনেমা জগতের একজন নামী অভিনেত্রী। কৌশিক বন্দ্যোপাধ্যায়ও এসেছেন। বিখ্যাত ক্রিকেটার মহম্মদ শামিকেও ডাকা হয়েছে। আজ আসতে পারেননি। খেলা পড়ে গিয়েছে। দ্বিতীয়বার ডেট দেওয়া হয়েছে। দেবকেও ডাকা হয়েছে। তিনি তো সাংসদ। তাঁকেও ডাকা হয়েছে। সব ধরনের মানুষকে ডাকা হচ্ছে। এটা তো হয়রানি ছাড়া আর কিছু নয়। এমনকী, শুনানিতে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে।”

তবে মৌসুমী দাস এমন দাবি করলেও টিভি ৯ বাংলাকে দেব জানান, তিনি এই ধরনের কিছু ডাক পাননি। তবে তারকারা নন, একজন জলপাইগুড়ির এক বিডিও-কেও শুনানিতে ডাকা হয়েছিল। তিনি লাইনে দাঁড়িয়ে শুনানিতে হাজিরা দিয়েছেন। আবার একাংশ সেনা আবার প্রাক্তন সেনা জওয়ানদের পরিবারকেও ডেকে পাঠানো হয়েছে শুনানিতে।