
কলকাতা: এসআইআর (SIR) ‘আতঙ্কে’ একের পর এক সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। গত কয়েকদিন ধরে এই অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। এবার টিম তৈরি করে দিলেন অভিষেক। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারগুলির বাড়িতে বাড়িতে যাবে তৃণমূলের টিম। শুক্রবার রাজ্য়ের শাসকদলের দুটি টিম দুই মৃতের পরিবারের সঙ্গে দেখাও করে।
গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরুর ঘোষণা করে কমিশন। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন বিএলও-রা। এদিকে, রাজ্যে এসআইআর শুরুর ঘোষণার পর থেকে আতঙ্কে একাধিক জনের মৃত্যু হয়েছে বলে তৃণমূলের দাবি। উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় প্রদীপ কর নামে এক ব্যক্তি এসআইআর আতঙ্কের আত্মহত্যা করেন বলে দাবি। শ্রদ্ধার্ঘ্য জানাতে ওই ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন অভিষেক।
এদিন অভিষেক টিম তৈরির পর প্রদীপ করের বাড়িতে যান তৃণমূলের প্রতিনিধিরা। সেই টিমে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ-সহ অন্যরা। প্রদীপ করের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তাঁরা। পরে তৃণমূলের প্রতিনিধিরা জানান, প্রদীপ করের পরিবারের লোকেদের অভাব অভিযোগ মমতা ও অভিষেককে জানাবেন তাঁরা।
এদিকে, গতকাল হুগলির শেওড়াফুলিতে এক যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। দাবি করা হয়, এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন। এদিন তৃণমূলের এক প্রতিনিধি দল ওই যৌনপল্লিতে পৌঁছে যায়। ওই প্রতিনিধি দলে ছিলেন জয়া দত্ত, প্রিয়াঙ্কা অধিকারী, পিন্টু মাহাতোরা। তাঁরা বলেন, বিজেপি চেষ্টা করলেও একজন বৈধ ভোটারের নাম বাদ দিতে পারবে না। এদিন আরও একাধিক জায়গায় যাওয়ার কথা তৃণমূলের টিমের। মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে বলে তৃণমূলের তরফে বলা হয়েছে।