Tollywood Actor: টলি অভিনেতার ৮ বছরের ছেলেকে হেনস্থা, ‘প্রস্রাব চেটে পরিষ্কারের’ নিদান প্রতিবেশীর

Kolkata: অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি বাড়ির সামনে একটি মাঠে খেলতে গিয়েছিল অভিনেতার শিশুপুত্র। আচমকাই টয়লেট পাওয়ায় সামনের একটি ফ্ল্যাটের নিচে প্রস্রাব করে। ছাদের জল পড়ে এরকম একটি ছোট্ট নালার সামনে প্রস্রাব করে সে। এরপরই ওই বাড়িতে থাকা এক ভদ্রলোক আচমকা এসে তার হাত মচকিয়ে দেয় বলে অভিযোগ।

Tollywood Actor: টলি অভিনেতার ৮ বছরের ছেলেকে হেনস্থা, 'প্রস্রাব চেটে পরিষ্কারের' নিদান প্রতিবেশীর
হাতও মচকিয়ে দেয় ওই আট বছরের বাচ্চার। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 11:15 PM

কলকাতা: বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ তিনি। ছোটপর্দা ও বড়পর্দায় সমানভাবে কাজ করেন এই অভিনেতা। তাঁরই আট বছরের ছেলের সঙ্গে সাংঘাতিক ঘটনা খাস কলকাতায়। অভিযোগ, এক প্রতিবেশী আট বছরের ওই শিশুকে প্রস্রাব চেটে পরিষ্কার করার নিদান দেন। রাজি না হওয়ায় হাত মচকিয়ে দেয়। গড়ফা থানায় দায়ের হয়েছে অভিযোগ।

অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি বাড়ির সামনে একটি মাঠে খেলতে গিয়েছিল অভিনেতার শিশুপুত্র। আচমকাই টয়লেট পাওয়ায় সামনের একটি ফ্ল্যাটের নিচে প্রস্রাব করে। ছাদের জল পড়ে এরকম একটি ছোট্ট নালার সামনে প্রস্রাব করে সে। এরপরই ওই বাড়িতে থাকা এক ভদ্রলোক আচমকা এসে তার হাত মচকিয়ে দেয় বলে অভিযোগ।

ওই অভিনেতার স্ত্রীর অভিযোগ, ওই ব্যক্তি বলেন, ‘টয়লেট জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দে।’ ছেলে কান্নাকাটি শুরু করে। এরপরই তাঁর বড় ছেলে যায়। ক্ষমা চেয়েও কাজ হয়নি। ওই অভিনেতার স্ত্রীর দাবি, তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে দেখেন ছেলে আতঙ্কে ভুগছে। ইতিমধ্যেই ছেলের হাতে এক্স-রে করিয়েছেন বলে জানান। হাড়ে ডিসঅর্ডার হয়েছে, নার্ভেও চাপ পড়েছে বলে হাসপাতাল রিপোর্ট দেয়। এদিকে অভিযোগ তোলার জন্য বলা হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেতার স্ত্রী।