আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আকাশে নীল মেঘের খেলা, কাশের দোলা বুঝিয়ে দিচ্ছে মা আসছে। জরাজীর্ণতাকে দূরে ঠেলে আগমনীর সুরে নেচে উঠবে সারা বাংলা। শারদীয়ার সেই উন্মাদনার পারদকে আরও অনেকটা চড়িয়ে ইতিমধ্যেই হাজির ‘পুজোয় পালস’। পুজোর আগেই পুজো শুরু। ‘পালস ক্যান্ডি’র এই উদ্যোগের সঙ্গী টিভিনাইন বাংলাও।
সারা বছর যতই জামা কাপড় কেনা হোক না কেন, পুজোর সময় নতুন জামা না হলে যেমন মন ভরে না। একইভাবে পুজোয় জিভে নতুন স্বাদ না পেলেও জমে না। সে কথা মাথায় রেখেই এবার পালস ক্যান্ডির নতুন স্বাদ ‘গোলমোল ক্যান্ডি ইমলি’।
পালস ক্যান্ডি অনেকেই খেয়েছেন, তবে গোলমোল ক্যান্ডিতে তেঁতুলের স্বাদ। কিছু চিউইও। এই ক্যান্ডি খেলে ছোটবেলার তেঁতুল টকের নস্টালজিয়া ফিরতে বাধ্য। পুজো মানেও তো জিয়া নস্টাল হওয়ার সময়। সেই কথা মাথায় রেখেই এবার ফিরেছে ‘পুজোয় পালস সিজন ২’।
পুজোয় পালস মানেই সুসজ্জিত ট্যাবলো। যে ট্যাবলোয় থাকবে প্রচুর পালস ক্যান্ডি। থাকবে একাধিক সহজ প্রশ্নের জবাব দিয়ে উপহার জেতার সুযোগও। টিভিনাইন বাংলা ও পালস ক্যান্ডির যৌথ উদ্যোগে এই ট্যাবলো ঘুরবে রাজ্যের ২২টি জায়গায়।
টিভিনাইন বাংলার নিউজ এডিটর আউটপুট সৈকত বসুর কথায়, “উৎসব মানে অতীত-বর্তমানের মেলবন্ধন। অতীতের ঐতিহ্যকে রোমন্থনের সময়। আমরা খবর নিয়ে কাজ করি। পুজোয় খবরের সঙ্গে স্বাদের মেলবন্ধন করতেই এই উদ্যোগ। গতবারও আমরা পুজোয় পালসকে তুলে ধরেছিলাম। এবারও আমরা তুলে ধরছি। তবে এবার নতুন মোড়কে। গতবারের মতো এবারও একইভাবে তা সফল হবে বলে আমার বিশ্বাস।”
ডিএস গ্রুপের ইস্টার্ন জ়োনাল সেলস হেড মানস ঘোষ বলেন, “টিভিনাইন ও ডিএস গ্রুপের উদ্যোগে আমরা গতবারই পিপল টু পিপল কানেক্টের উদ্যোগ নিই। পুজোয় পালস সেই উদ্যোগ। গতবার বিপুল পরিমাণে সাড়া পাই। তাই এবারও এবারও নতুন ক্যান্ডি, সফ্ট চিউই ক্যান্ডি নিয়ে এসেছি, পালস ইমলি ক্যান্ডি। এবার পুজোয় নতুন চমক। গতবার গ্রাম থেকে আসতে আসতে কলকাতার দিকে আমরা এসেছিলাম। এবার আমরা কলকাতা থেকে জেলার পথে যাব। পুজোর দিনগুলিতে এই ট্যাবলো গ্রামের পথে ঘুরবে।”
এই ট্যাবলো থেকে আয়োজন করা হবে হরেক কিসিমের খেলা, থাকবে কুইজও। গতবারের মতো এবারও সঠিক জবাব দিলেই পুরস্কার। থাকবে ব্র্যান্ড নিউ বাইক, এলইডি টিভি, মাইক্রোওয়েভ, জুসার মিক্সার- জেতার সুযোগ। মানে সহজ প্রশ্নে বাজিমাত করে পুজোর আগেই নামি ব্র্যান্ডের পুরস্কার ঘরে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে।
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আকাশে নীল মেঘের খেলা, কাশের দোলা বুঝিয়ে দিচ্ছে মা আসছে। জরাজীর্ণতাকে দূরে ঠেলে আগমনীর সুরে নেচে উঠবে সারা বাংলা। শারদীয়ার সেই উন্মাদনার পারদকে আরও অনেকটা চড়িয়ে ইতিমধ্যেই হাজির ‘পুজোয় পালস’। পুজোর আগেই পুজো শুরু। ‘পালস ক্যান্ডি’র এই উদ্যোগের সঙ্গী টিভিনাইন বাংলাও।
সারা বছর যতই জামা কাপড় কেনা হোক না কেন, পুজোর সময় নতুন জামা না হলে যেমন মন ভরে না। একইভাবে পুজোয় জিভে নতুন স্বাদ না পেলেও জমে না। সে কথা মাথায় রেখেই এবার পালস ক্যান্ডির নতুন স্বাদ ‘গোলমোল ক্যান্ডি ইমলি’।
পালস ক্যান্ডি অনেকেই খেয়েছেন, তবে গোলমোল ক্যান্ডিতে তেঁতুলের স্বাদ। কিছু চিউইও। এই ক্যান্ডি খেলে ছোটবেলার তেঁতুল টকের নস্টালজিয়া ফিরতে বাধ্য। পুজো মানেও তো জিয়া নস্টাল হওয়ার সময়। সেই কথা মাথায় রেখেই এবার ফিরেছে ‘পুজোয় পালস সিজন ২’।
পুজোয় পালস মানেই সুসজ্জিত ট্যাবলো। যে ট্যাবলোয় থাকবে প্রচুর পালস ক্যান্ডি। থাকবে একাধিক সহজ প্রশ্নের জবাব দিয়ে উপহার জেতার সুযোগও। টিভিনাইন বাংলা ও পালস ক্যান্ডির যৌথ উদ্যোগে এই ট্যাবলো ঘুরবে রাজ্যের ২২টি জায়গায়।
টিভিনাইন বাংলার নিউজ এডিটর আউটপুট সৈকত বসুর কথায়, “উৎসব মানে অতীত-বর্তমানের মেলবন্ধন। অতীতের ঐতিহ্যকে রোমন্থনের সময়। আমরা খবর নিয়ে কাজ করি। পুজোয় খবরের সঙ্গে স্বাদের মেলবন্ধন করতেই এই উদ্যোগ। গতবারও আমরা পুজোয় পালসকে তুলে ধরেছিলাম। এবারও আমরা তুলে ধরছি। তবে এবার নতুন মোড়কে। গতবারের মতো এবারও একইভাবে তা সফল হবে বলে আমার বিশ্বাস।”
ডিএস গ্রুপের ইস্টার্ন জ়োনাল সেলস হেড মানস ঘোষ বলেন, “টিভিনাইন ও ডিএস গ্রুপের উদ্যোগে আমরা গতবারই পিপল টু পিপল কানেক্টের উদ্যোগ নিই। পুজোয় পালস সেই উদ্যোগ। গতবার বিপুল পরিমাণে সাড়া পাই। তাই এবারও এবারও নতুন ক্যান্ডি, সফ্ট চিউই ক্যান্ডি নিয়ে এসেছি, পালস ইমলি ক্যান্ডি। এবার পুজোয় নতুন চমক। গতবার গ্রাম থেকে আসতে আসতে কলকাতার দিকে আমরা এসেছিলাম। এবার আমরা কলকাতা থেকে জেলার পথে যাব। পুজোর দিনগুলিতে এই ট্যাবলো গ্রামের পথে ঘুরবে।”
এই ট্যাবলো থেকে আয়োজন করা হবে হরেক কিসিমের খেলা, থাকবে কুইজও। গতবারের মতো এবারও সঠিক জবাব দিলেই পুরস্কার। থাকবে ব্র্যান্ড নিউ বাইক, এলইডি টিভি, মাইক্রোওয়েভ, জুসার মিক্সার- জেতার সুযোগ। মানে সহজ প্রশ্নে বাজিমাত করে পুজোর আগেই নামি ব্র্যান্ডের পুরস্কার ঘরে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে।