
কলকাতা: বাংলায় এসআইআর শুরু হয়েছে। আর দ্বিতীয় দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিএলও। দিয়ে এসেছেন এনুমারেশন ফর্ম। তবে মুখ্যমন্ত্রী আজ অর্থাৎ বুধবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না বাংলার সব মানুষ এই ফর্ম ফিলাপ করছেন ততক্ষণ পর্যন্ত তিনিও এই ফর্ম পূরণ করবেন না।
বুধবার সকাল প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ ৭৭ নম্বর বুথের বিএলও অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে পৌঁছন। সেখানে এনুমারেশন ফর্ম দিয়ে চলে আসেন। আজ সেই বিষয়টি নিয়ে পোস্ট করেন মমতা। তাঁর দাবি, কিছু কিছু সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের হাতে ফর্ম নিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, “এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”
তিনি এর পাশাপাশি এও লিখেছেন,”গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন,আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।” এখানে উল্লেখ্য, বাংলায় এসআইআর শুরু আগে থেকেই সরব হয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে তিনি বাংলায় এসআইআর শুরু করতে দেবেন না। মঙ্গলবার এসআইআর যখন চালু হল, সেদিন অভিষেক-মমতা পথে নামেন। আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা প্রথম থেকে শক্ত হাতে মোকাবিলা করছি। যদি একটাও নাম বাদ যায়, বিজেপি সরকার ভেঙে ছাড়ব।”
এ প্রসঙ্গে শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাবি করেন উনি বিএলও-র কাছ থেকে নিজে হাতে ফর্ম নেননি তাহলে বেআইনি কাজ হয়েছে। তাহলে তাতে দাগ দেওয়া উচিত নয়। কারও কমিশন বলেছে পরিবারের কেউ বা নিজেকে থাকতে হবে ফর্ম নেওয়ার জন্য। এবার সেটা না নিলে ফর্ম ফিলাপ করে জমা দেবেন না দেবেন তাঁর ব্যাপর। এখন যদি উনি চান বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানিদের বাংলার ভোটার বানাবেন তা তো হতে পারে না।”