Mamata Banerjee-SIR: মিছিল করার ২৪ ঘণ্টার মধ্যেই মমতার বাড়িতে গেল SIR-এর ফর্ম
SIR in Bengal: নিয়ম মাফিক বিএলও-রা প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সেই প্রক্রিয়া। বুধবারও সারাদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ফর্ম নিয়ে পৌঁছে গিয়েছেল বুথ লেভেল অফিসাররা। এদিন বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৭০ লক্ষের বেশি ফর্ম বিলি করা হয়েছে।

কলকাতা: বাংলায় এসআইআর শুরু হওয়ার অনেক আগে থেকেই সরব হয়েছে তৃণমূল। এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন করে যে আদতে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত চলছে, এমনটাই মত রাজ্যের শাসক দলের। পাড়ায় পাড়ায় তৃণমূল নেতারা রাস্তায় বেরিয়ে সে কথা বোঝাচ্ছেন সাধারণ মানুষকে। আর মঙ্গলবার একসঙ্গে পথে নেমে এসআইআর ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবহেই মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছল এসআইআর-এর এনুমারেশন ফর্ম।
সূত্রের খবর, বুধবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে এনুমারেশন ফর্ম। সেই ফর্ম গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ফর্মটি পূরণ করে নির্ধারিত নিয়মে বুথ লেভেল অফিসার (বিএলও)-এর হাতে ফিরিয়ে দেবেন বলেও জানিয়েছেন।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে বিএলও এসআইআর (SIR) ফর্ম দিয়ে এসেছেন। এদিন সকাল প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ ৭৭ নম্বর বুথের বিএলও অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে পৌঁছন। মুখ্যমন্ত্রী ফর্ম গ্রহণ করেছেন।
বিএলও অমিত কুমার রায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফর্ম পূরণ সম্পূর্ণ হলে তাঁর দফতর থেকেই বিএলও-কে জানিয়ে দেওয়া হবে, যাতে তিনি ফর্মটি সংগ্রহ করতে পারেন।
উল্লেখ্য, মঙ্গলবারই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করেন তিনি। পরে জোড়াসাঁকোয় একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা প্রথম থেকে শক্ত হাতে মোকাবিলা করছি। যদি একটাও নাম বাদ যায়, বিজেপি সরকার ভেঙে ছাড়ব।” মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য, এসআইআরের নামে বাংলা দখলের পরিকল্পন করা হচ্ছে। এমনকী দিল্লি গিয়ে প্রতিবাদ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে বলে বারবার আশঙ্কা প্রকাশ করেছে শাসক দল।
