AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Mahdyamik 10th Result 2025 Toppers: ৬৯৬ পেয়ে প্রথম আদৃত সরকার, ছাত্রীদের মধ্যে প্রথম ঈশানী, মেধাতালিকায় ৬৬ জনের নাম দেখে নিন একনজরে

WB Mahdyamik 10th Result 2025 Toppers: ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় মোট ৬৬ জন রয়েছে। প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র।

WB Mahdyamik 10th Result 2025 Toppers: ৬৯৬ পেয়ে প্রথম আদৃত সরকার, ছাত্রীদের মধ্যে প্রথম ঈশানী, মেধাতালিকায় ৬৬ জনের নাম দেখে নিন একনজরে
| Edited By: | Updated on: May 02, 2025 | 2:59 PM
Share

কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল। শুক্রবার সকালে ফল প্রকাশ করেছে পর্ষদ। প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ মেধাতালিকাও। প্রথম দশের মধ্যে রয়েছে মোট ৬৬ জন ছাত্র-ছাত্রী।

একনজরে দেখে নিন পুরো তালিকা:

প্রথম

আদৃত সরকার। রায়গঞ্জ করোনেশন স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯৬।

দ্বিতীয়

অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ)। প্রাপ্ত নম্বর ৬৯৪

সৌম‍্য পাল। বিষ্ণুপুর হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৯৪

তৃতীয়

ইশানী চক্রবর্তী। কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯৩।

চতুর্থ

মহম্মদ সেলিম। পূর্ব বর্ধমান হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৯২

সুপ্রতীক মান্না। পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইন্সটিটিউশন। প্রাপ্ত নম্বর ৬৯২।

পঞ্চম

সিনচ্যান নন্দী। গৌরহাটি হরদাস ইন্সটিটিউশন (হুগলি)। প্রাপ্ত নম্বর ৬৯১।

চৌধুরী মহম্মদ আসিফ। কামারপুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল (হুগলি)। প্রাপ্ত নম্বর ৬৯১।

দীপ্তজিৎ ঘোষ। ইটাচুনা শ্রী নারায়ণ ইন্সটিটিউশন। প্রাপ্ত নম্বর ৬৯১।

সোমতীর্থ করণ। রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (দক্ষিণ ২৪ পরগনা)। প্রাপ্ত নম্বর ৬৯১।

ষষ্ঠ

অঞ্চ দে। আলিপুরদুয়ার ফালাকাটা হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৯০।

জ্যোতি প্রসাদ চট্টোপাধ্যায়। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৯০।

রুদ্রনীল মানসাটা। বাঁকুড়া গোরাসোল মুরলীধর হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৯০।

অঙ্কন মণ্ডল। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৯০।

অভ্রদীপ মণ্ডল। সারদা বিদ্যাপীঠ হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা)। প্রাপ্ত নম্বর ৬৯০।

সপ্তম

দেবার্ঘ্য দাস। আলিপুরদুয়ার ফালাকাটা হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৯

অঙ্কন বসাক। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৯

অরিত্র দে। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন। প্রাপ্ত নম্বর ৬৮৯

দেবাদৃতা চক্রবর্তী। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৯

সৌরিন রায়। পূর্ব বর্ধমান অমরাগড় হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৯

অষ্টম

অনির্বাণ দেবনাথ। কোচবিহার তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

সত্যম সাহা। উত্তর দিনাজপুর সারদা বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৮।

আসিফ মেহবুব। মালদা জয়েনপুর হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

মহম্মদ ইনজামাম উল হক। মালদা পয়েন্ট স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

সৃজন প্রামাণিক। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৮।

অরিত্র সাহা। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৮।

শুভ্র সিনহা মহাপাত্র। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

অরিজিৎ মণ্ডল। বীরভূম রামপুরহাট জিতেন্দ্রনাথ বিদ্যাভবন। প্রাপ্ত নম্বর ৬৮৮।

স্পন্দন মৌলিক। বীরভূম রামপুরহাট জিতেন্দ্রনাথ বিদ্যাভবন। প্রাপ্ত নম্বর ৬৮৮।

শ্রীয়জী ঘোষ। বীরভূম নবনালন্দা শান্তিনিকেতন। প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর ৬৮৮।

পাপড়ি মণ্ডল। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

সৌপ্তিক মুখোপাধ্যায়। কংসাবতী শিশু বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

উদিতা রায়। বেলদা পার্বতী বালিকা বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

অরিত্র সাঁতরা। মানসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

পুস্পক রত্নম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

অবন্তিকা রায়। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

নবম

দেবাঙ্কন দাস। তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

মৃন্ময় বসাক। কালিয়াগঞ্জ সারদা সুন্দরী হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

অনীক সরকার। বালুরঘাট হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

অরিত্রি মণ্ডল। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

দিশা ঘোষ। দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস। প্রাপ্ত নম্বর ৬৮৭।

ময়ুখ বসু। কাঁকুরিয়া দেশবন্ধু হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

পরমব্রত মণ্ডল। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

অয়ন নাগ। কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

অঙ্কুশ জানা। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি। প্রাপ্ত নম্বর ৬৮৭।

দ্যুতিময় মণ্ডল। বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন। প্রাপ্ত নম্বর ৬৮৭।

ঐসিক জানা। কন্টাই মডেল ইন্সটিটিউশন। প্রাপ্ত নম্বর ৬৮৭।

প্রজ্জ্বল দাস। শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

অনীশ দাস। প্রফুল্লনগর বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৭।

তানাজ সুলতানা। জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৭।

দশম

কৌস্তভ সরকার। রায়গঞ্জ করোনেশন হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

আমিনা বসু। মোজামপুর গার্লস হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

উবয় সদফ। সুজাপুর হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

প্রিয়ম পাল। বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

তুহিন হালদার। বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

দেবায়ন ঘোষ। কোটাসুর হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

আরিফ মণ্ডল। গিরিজোড় সান্থাল হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

সাম্যক দাস। নব নালন্দা শান্তিনিকেতন। প্রাপ্ত নম্বর ৬৮৬।

স্বাগতা সরকার। কাশেমনগর বিএনটিপি গার্লস হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

অয়ন্তিকা সামন্ত। চিলাডাঙি রবীন্দ্র বিদ্যাবিথী। প্রাপ্ত নম্বর ৬৮৬।

সমন্বয় দাস। তমলুক হ্যামিলটন হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

বিশ্রুত সামন্ত। ধ্যানশ্রী কে সি হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

সায়ন বেজ। পরমানন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশন। প্রাপ্ত নম্বর ৬৮৬।

সোহম সাঁতরা। মহিষাদল রাজ হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

সৌভিক দিন্দ। সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৬।

রাহুল রিকতিয়াজ। মজিলপুর জে এম ট্রেনিং স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।