রাজ্য কৃষক বিরোধী নয়, পরিসংখ্যান তুলে বিধানসভায় বোঝালেন মমতা
কিষাণ সম্মান নিধি নিয়ে এদিন সুর চড়ান মমতা।
কলকাতা: কৃষকের কল্যাণে সবরকম সহযোগিতা করছে রাজ্য। তাই তৃণমূল সরকারের বিরুদ্ধে তোলা কেন্দ্রের সমস্ত অভিযোগই ভিত্তিহীন। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে জোরালভাবে সে বক্তব্যই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, শুধু কৃষকরাই নন, ভাগচাষিরাও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাক, চায় রাজ্য সরকার।
গত কয়েকদিনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃষক স্বার্থ বিরোধীর তকমা দিয়েছে। বাংলায় কিষাণ নিধি সম্মান চালু করতে না দিয়ে মমতার সরকার বাংলার কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন বলে শনিবারই মালদহে বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রবিবার হলদিয়াতে এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীও।
আরও পড়ুন: ‘ঝাড় তো একটাই, বাঁশ আলাদা আলাদা’
এদিন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খণ্ডন করে মমতা বলেন, “২২ লক্ষ কৃষকের নাম কেন্দ্রীয় পোর্টালে নথিভূক্ত হয়েছে। তাদের টাকা দিয়ে দাও। ২২ লক্ষের মধ্যে রাজ্যকে ৬ লক্ষ ভেরিফাই করতে দিয়েছে। এর মধ্যে আড়াই লক্ষ ছেড়ে দিয়েছি। তাদের টাকা দাও। আমরা চাই ভাগচাষিরাও কেন্দ্রের টাকা পাক।” কৃষকদের কেন্দ্রীয় অনুদান পাওয়ার ক্ষেত্রে রাজ্য কোনওরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না, ঘুরিয়ে সে কথাই বোঝানোর চেষ্টা করলেন মমতা।