Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় আরও নামবে পারদ, বঙ্গদুয়ারে দাঁড়িয়ে শীত
Kolkata: আগামী ৪৮ ঘণ্টায় ফের কমবে তাপমাত্রা। শহরে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। জেলাতেও আরও কয়েক ডিগ্রি নিম্নমুখী পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা: ছুটি নিয়েছে বৃষ্টি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীত আসবে এমন কথা আগেই বলেছিলেন আবহবিদরা। এ বার, আগামী ৪৮ ঘণ্টায় আবারও পারাপতন হবে বলে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় ফের কমবে তাপমাত্রা। শহরে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। জেলাতেও আরও কয়েক ডিগ্রি নিম্নমুখী পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। আগামিকাল থেকে বেশ কিছুদিন রাতের বেলা পারদ-কাঁটা থাকবে ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রির আশেপাশে। তবে, দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে পরিষ্কার হবে আকাশ। শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। পূবালি হাওয়ার প্রভাব কমবে, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে।
এদিকে, এতদিন শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা। যার কারণে উত্তরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছিল। এবার সেই বাধা কাটিয়ে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। দিনে মেঘলা আকাশ থাকবে সঙ্গে কুয়াশা। রাতে তাপমাত্রা কমবে।
উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।
জাওয়াদের প্রভাব সেভাবে রাজ্যে পড়েনি। তবে নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে শহর থেকে গ্রাম বাংলা। গত কয়েকদিনে কুয়াশায় ঢেকেছিল গোটা রাজ্য। স্যাঁতস্যাঁতে ভাব থাকলেও, সেভাবে ঠাণ্ডা পড়েনি। পূবালি হাওয়ার দাপট উত্তুরে হাওয়ায় ভাঁটা পড়েছিল। ক্যালেন্ডারে মাস কিন্তু এটাই। এই সময় থেকেই ভালভাবে শীত অনুভূত হয়। একটা বৃষ্টি বৃষ্টি ব্যাপার। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে।
আরও পড়ুন: TMC Leader Murdered: ৪৮ ঘণ্টা পার, অবশেষে কান্দির তৃণমূল নেতা-খুনে পুলিশের জালে ৪
আরও পড়ুন: TMC Councilor Suicide Case: তৃণমূল কাউন্সিলরকে আত্মহত্যার প্ররোচনা, ১ বছর পর গ্রেফতার আপ্তসহায়ক!