West Bengal Weather: এবার দূরবীন নিয়ে খুঁজতে হবে শীত! দমদম টু দার্জিলিং, কোথায় কত উঠবে পারদ
West Bengal, Kolkata Weather Report: উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না আগামী চার-পাঁচ দিন। একইরকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।

কলকাতা: দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমল তাপমাত্রা। তবে তাতে শীতপ্রেমীদের খুশি হওয়ার কোনও কারণ নেই। কারণ, ফেব্রুয়ারি পড়লেই চড়বে পারদ। স্বাভাবিক বা তারও উপরে চলে যাবে দিন ও রাতের তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিন ধরে তাপমাত্রার ওঠানামা চলবে। তবে দু-ডিগ্রি সেলসিয়াসের বেশি ফারাক হবে না বলেই জানা গিয়েছে।
হাওয়া অফিসের রিপোর্ট বলছে, জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আগামী ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। তার প্রভাবেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা।
কোথায় কত থাকবে তাপমাত্রা
শীতের আমেজ ক্রমশ কমছে। আগামিকাল, রবিবার সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রা বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের বেলায় শীতের আমেজ কমবে। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৮৮ শতাংশ।
উত্তরে তাপমাত্রা কত?
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না আগামী চার-পাঁচ দিন। একইরকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। নীচের দিকের জেলাগুলিতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
উত্তরবঙ্গে শনি ও রবিবার ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই চার জেলায় ঘন কুয়াশা ও বাকি সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে।
