AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জনতা হোক ভোট সচেতন, দেওয়ালে-দেওয়ালে বার্তা সহ-নাগরিকের

"নির্বাচনে খরচ ৬০ হাজার কোটি টাকা। খেতে চাই ভাত দিবি?'' তার দু'পাশে মমতা ও মোদীর কার্টুনের এঁকে আক্রমণ করেছেন সুমন।

জনতা হোক ভোট সচেতন, দেওয়ালে-দেওয়ালে বার্তা সহ-নাগরিকের
নিজস্ব চিত্র
| Updated on: Mar 24, 2021 | 12:09 AM
Share

কলকাতা: ভোটমুখী বাংলায় চলছে জোরকদমে প্রচার। ইতিমধ্যে বাম-ডান সব রাজনৈতিক দলই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে ফেলেছে। পাঁচিল পাঁচিলে দেওয়াল লিখন দিয়ে চলছে একে অন্যকে খোঁচা এবং সেই সঙ্গে জনতার কাছে ভোটপ্রার্থনা। এদিকে সব রাজনৈতিক দলের ইস্তাহারকে কটাক্ষ করে দেওয়াল লিখে চলেছেন জনৈক সুমন মিত্র। কোথাও তিনি প্রশ্ন তুলছেন ইস্তাহারের প্রতিশ্রুতি নিয়ে। কোথাও আবার কটাক্ষ করছেন নির্বাচনে বিপুল অর্থব্যয় নিয়ে।

কে এই সুমন মিত্র?

না ইনি কোনও দলের প্রার্থী বা কর্মীও নন। বরং ভোটসর্বস্ব রাজনীতির সমালোচনা করে ভোট রঙ্গে মাতা বঙ্গবাসীকে সজাগ করতে হাতে তুলে নিয়েছেন রং-তুলি। আর তাঁকে সঙ্গ দিচ্ছে কিছু পথ শিশু। সুমন বালির ঘোষ পাড়ার বাসিন্দা। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। তবে এখন দেওয়াল থেকে দেওয়াল সাজাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সুপ্রিমোদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন প্রশ্নবাণের মাধ্যমে। কখনও গান কখনও কবিতায় লাইন রয়েছে তাঁর দেওয়াল লিখনে। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে যখন পদ্মফুল আর জোড়া ফুল ভরে উঠছে পাড়ার মোড়ের চায়ের দোকানের দেওয়াল থেকে গৃহস্থের বাড়ির পাঁচিল। তখন তাদের বিভিন্ন প্রশ্ন ছুড়ে কচিকাচাদের নিয়ে দেওয়াল লিখন করে চলেছেন সুমন। মোদী থেকে মমতা, ডান-বাম সকলকেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন তাঁর রং-তুলি দিয়ে। কোথাও তিনি লিখেছেন, “নির্বাচনে খরচ ৬০ হাজার কোটি টাকা। খেতে চাই ভাত দিবি?” তার দু’পাশে মমতা ও মোদীর কার্টুনের এঁকে আক্রমণ করেছেন সুমন।

সঠিক রাজনৈতিক দলকে বেছে নেওয়ার দাবিতে জায়গায় জায়গায় এভাবেই দেওয়াল লিখছেন সুমন মিত্র। রাজনৈতিক দলের কর্মীদের মতো তিনিও এখন সদাব্যস্ত দেওয়াল লিখনে।

আরও পড়ুন: ‘কুৎসা না করলে এঁদের চলে না,’ শতরূপকে আক্রমণ কবীর সুমনের

এর আগেও রাজনীতি সচেতন সুমন মিত্র সাইকেলে চোঙ লাগিয়ে কলকাতা শহরের অলিতে গলিতে প্রচার চালিয়ে ছিলেন ভোটারদের সচেতন করতে। এবার দেওয়াল লিখনের মাধ্যমে তাদের সচেতন করছেন তিনি।