কলকাতা: লোকসভা ভোটের মুখে এবার সংঘ পরিবারকে নিয়ে ফের মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে টিভি নাইন বাংলায় একান্ত সাক্ষাৎকারে আরএসএস প্রসঙ্গে নিজের দুঃখের কথা শোনালেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, আরএসএস-এর মধ্যে থেকে মাধুর্য্য ‘ফুরিয়ে গিয়েছে’। একান্ত আলাপচারিতায় মমতা বললেন, ‘আমার সবথেকে দুঃখ লাগে, আরএসএস যখন ইন্দিরা গান্ধীকে সাপোর্ট দিয়েছিল, ভেবেছিলাম এদের মধ্যে কিছুটা মাধুর্য্য থাকলেও থাকতে পারে। কিন্তু সেটা এখন ফুরিয়ে গিয়েছে।’
উল্লেখ্য, বছর খানেক আগেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিষয়ে মমতা কিছুটা নরমভাবেই কথা বলতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। বিজেপিকে নিশানা করলেও, আরএসএস প্রসঙ্গে কিছুটা সুর নরম ছিল মমতার। বিজেপিকে আক্রমণ করার সময় ‘আরএসএস এতটা খারাপ আমি মানি না’, এমন কথাও বলতে শোনা গিয়েছিল এককালে। গত বছরের নভেম্বরও সংঘ পরিবারের উদ্দেশে বিজেপির নাম না করে মমতাকে বলতে শোনা গিয়েছিল, তাদের যেন আর সমর্থন না করে। এসব নিয়ে বাম-কংগ্রেসের থেকে খোঁচাও শুনতে হয়েছে অতীতে বিভিন্ন সময়ে। মমতার সঙ্গে আরএসএস-এর ‘সখ্যতার’ তত্ত্ব তুলে ধরতে দেখা গিয়েছে বঙ্গ কংগ্রেস ও বামেদের।
তবে সাম্প্রতিক সন্দেশখালির ঘটনাতেই সুর বদলে গিয়েছিল মমতার। নরম সুর পাল্টে সরাসরি নিশানা করেছিলেন আরএসএসকে। বিধানসভায় মমতাকে বলতে শোনা গিয়েছিল, ‘আরএসএস-এর শক্ত ঘাঁটি এই সন্দেশখালি।’ আর এবার লোকসভা ভোটের মুখে ফের একবার আরএসএস প্রসঙ্গে সরব বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএস-এর মধ্যে থেকে মাধুর্য্য হারিয়ে গিয়েছে বলেই মন্তব্য করলেন তিনি।
কলকাতা: লোকসভা ভোটের মুখে এবার সংঘ পরিবারকে নিয়ে ফের মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে টিভি নাইন বাংলায় একান্ত সাক্ষাৎকারে আরএসএস প্রসঙ্গে নিজের দুঃখের কথা শোনালেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, আরএসএস-এর মধ্যে থেকে মাধুর্য্য ‘ফুরিয়ে গিয়েছে’। একান্ত আলাপচারিতায় মমতা বললেন, ‘আমার সবথেকে দুঃখ লাগে, আরএসএস যখন ইন্দিরা গান্ধীকে সাপোর্ট দিয়েছিল, ভেবেছিলাম এদের মধ্যে কিছুটা মাধুর্য্য থাকলেও থাকতে পারে। কিন্তু সেটা এখন ফুরিয়ে গিয়েছে।’
উল্লেখ্য, বছর খানেক আগেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিষয়ে মমতা কিছুটা নরমভাবেই কথা বলতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। বিজেপিকে নিশানা করলেও, আরএসএস প্রসঙ্গে কিছুটা সুর নরম ছিল মমতার। বিজেপিকে আক্রমণ করার সময় ‘আরএসএস এতটা খারাপ আমি মানি না’, এমন কথাও বলতে শোনা গিয়েছিল এককালে। গত বছরের নভেম্বরও সংঘ পরিবারের উদ্দেশে বিজেপির নাম না করে মমতাকে বলতে শোনা গিয়েছিল, তাদের যেন আর সমর্থন না করে। এসব নিয়ে বাম-কংগ্রেসের থেকে খোঁচাও শুনতে হয়েছে অতীতে বিভিন্ন সময়ে। মমতার সঙ্গে আরএসএস-এর ‘সখ্যতার’ তত্ত্ব তুলে ধরতে দেখা গিয়েছে বঙ্গ কংগ্রেস ও বামেদের।
তবে সাম্প্রতিক সন্দেশখালির ঘটনাতেই সুর বদলে গিয়েছিল মমতার। নরম সুর পাল্টে সরাসরি নিশানা করেছিলেন আরএসএসকে। বিধানসভায় মমতাকে বলতে শোনা গিয়েছিল, ‘আরএসএস-এর শক্ত ঘাঁটি এই সন্দেশখালি।’ আর এবার লোকসভা ভোটের মুখে ফের একবার আরএসএস প্রসঙ্গে সরব বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএস-এর মধ্যে থেকে মাধুর্য্য হারিয়ে গিয়েছে বলেই মন্তব্য করলেন তিনি।