Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বঙ্গে কমছে সক্রিয় রোগীর সংখ্যা, উল্টো ছবি দার্জিলিঙে, বাড়ছে মৃত্যু, রাশ নেই সংক্রমণে

West Bengal Covid 19 Update: মাথাব্যথার কারণ হয়ে থাকছে রাজ্যের একটি মাত্র জেলা। তা হল- দার্জিলিং।

বঙ্গে কমছে সক্রিয় রোগীর সংখ্যা, উল্টো ছবি দার্জিলিঙে, বাড়ছে মৃত্যু, রাশ নেই সংক্রমণে
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Jul 03, 2021 | 11:48 PM

কলকাতা: একদিকে যখন গোটা রাজ্যের সংক্রমণের চিত্রটা নিম্নমুখী, অপরদিকে তখন মাথাব্যথার কারণ হয়ে থাকছে রাজ্যের একটি মাত্র জেলা। তা হল- দার্জিলিং। জেলায় জেলায় মৃত্যু এবং সংক্রমণের হারে পতন অব্যাহত থাকলেও কেবল দার্জিলিং জেলার ছবিটাই ভিন্ন। সংক্রমণ যে কে সেই। মৃত্যুও কমছে না। যদিও বাকি জেলাগুলির ছবি অনেকটাই আশা জাগাচ্ছে। শনিবার রাজ্যের দুই জেলায় দৈনিক আক্রান্ত ১০ পেরোয়নি। করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি মোট ১৫ টি জেলায়।

শনিবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২৩। অন্যদিকে, রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ২০ হাজার নীচে। বর্তমানে রাজ্যে সক্রিয়া আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ২৮০ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৪ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ৭৬১ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার কমে হয়েছে ২.৬৪ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৫ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। শুক্রবার-১, শনিবার-২।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১১ জন। শুক্রবার-৮, শনিবার-৬।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৫ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। মৃত্যু: শুক্রবার-৫, শনিবার-৫।