শিখা মিত্রের পর তরুণ সাহা! ‘আমাকে না জানিয়েই প্রার্থী করেছে বিজেপি, লড়ব না’
তিনি বিজেপিতে (BJP) যেতে চান না, এমনটা জানিয়েও দিয়েছিলেন বলে দাবি করেন তরুণ সাহা।
এদিন চমক দিতে গিয়ে দু’টি কেন্দ্রে চরম অস্বস্তিতে পড়তে হয় বিজেপিকে। একদিকে উত্তর কলকাতার চৌরঙ্গী। অন্যদিকে কাশীপুর বেলগাছিয়া। কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূলের বিদায়ী বিধায়ক মালা সাহা, তরুণবাবুর স্ত্রী। যদিও এ বার মালা সাহাকে টিকিট দেয়নি দল। বদলে লড়ছেন অতীন ঘোষ। এরইমধ্যে এদিন দেখা যায় তরুণ সাহার নাম বিজেপির প্রার্থী তালিকায়।
আরও পড়ুন: ‘আমি কোনওভাবেই বিজেপির প্রার্থী হচ্ছি না’, নাম ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়লেন সোমেন-জায়া
তরুণবাবু জানান, “বিজেপি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু আমরা জানিয়েছিলাম, কোনওভাবেই বিজেপিতে যোগদান করব না। আমাদের না জানিয়ে কী ভাবে এই নাম তালিকায় তোলা হল আমি অবাক।”
Posted by TARUN SAHA on Thursday, March 18, 2021
এরকমই ঘটনা ঘটেছে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের ক্ষেত্রেও। বিজেপি তাঁকে চৌরঙ্গীর প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন শিখা। জানান, তাঁকে কিছু না জানিয়েই এই কাণ্ডখানা ঘটানো হয়েছে। তিনি কোনওভাবেই বিজেপির হয়ে ভোটে লড়বেন না।
নোয়াপাড়া উপনিবার্চনেও বিজেপি প্রার্থী হিসাবে প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর নাম ঘোষণা করা হয়েছিল। পরে তিনি প্রার্থী হচ্ছেন না বলে জানান। এদিনও একইভাবে তরুণ সাহা ও শিখা মিত্র সেই প্রার্থী পদ প্রত্যাখ্যান করেন। ত্রুটিটা কোথায় রয়ে গেল, তারই খোঁজ চলছে বিজেপির অন্দরে।