প্রতীক্ষার অবসান, আগামিকাল দুপুরের পরে রাজ্যে ঢুকছে ভ্যাকসিন
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ভ্যাকসিন বোঝাই বিমান পুনে থেকে উড়বে। অর্থাৎ, সন্ধের মধ্যেই করোনা ভ্যাকসিনের প্রথম কিস্তি শহরে এসে যাবে
কলকাতা: কোভিভ ভ্যাকসিন (Covid Vaccine) নিয়ে সুসংবাদ। আগামিকাল পুনের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আসতে চলেছে রাজ্যে। সূত্রের খবর, টিকা আগমনের আগে কলকাতা বিমানবন্দরকে (Kolkata International Airport) তৈরি থাকার জন্য বার্তা পাঠিয়েছে স্বাস্থ্য ভবন (West Bengal Health Department)। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ভ্যাকসিন বোঝাই বিমান পুনে থেকে উড়বে। অর্থাৎ, সন্ধের মধ্যেই করোনা ভ্যাকসিনের প্রথম কিস্তি শহরে এসে যাবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের ভ্যাকসিন হাব তৈরি হয়েছে উত্তর কলকাতার বাগবাজারে। সেখান থেকেই জেলায় জেলায় বিশেষ ভ্যানের মাধ্যমে তা পাঠানো হবে। সেই মত কলকাতা বিমানবন্দরে কোভিশিল্ডের বাক্স নামার পরে ওয়্যারহাউস থেকে তা বাগবাজারগামী গাড়িতে তোলা হবে। বিমানবন্দর থেকে বাগবাজার পর্যন্ত ভ্যাকসিনের গাড়ির সঙ্গে থাকতে পারে পুলিসের এসকর্ট। কেননা ভ্যাকসিন যখন যেখানে থাকবে তার প্রতি মুহূর্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিসি নিরাপত্তা মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ভ্যাকসিন পেতে রাজনীতিবিদরা যেন বেশি লম্ফঝম্ফ না করেন: প্রধানমন্ত্রী
স্বাস্থ্য দফতরের আরও একটি বড় প্রশ্নের উত্তরও ধোঁয়াশা ছিল। তা হল-কত ভ্যাকসিনের ডোজ় প্রথম কিস্তিতে আসতে পারে? তবে সোমবার রাতে সেটাও কেটে গিয়েছে। স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তা জানিয়েছেন, প্রথম দফায় সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ডের সাড়ে ৬.৯ লক্ষ ভ্যাকসিনের ডোজ় এসে পৌঁছতে চলেছে রাজ্যে। স্বাস্থ্য কর্তাদের অনুমান, আপাতত প্রথম ডোজ় পাঠাচ্ছে কোভিশিল্ডের প্রস্তুতকারী সংস্থা। এরপর দফায় দফায় আরও ডোজ় আসবে।
আরও পড়ুন: করোনা আবহে দ্রুত ছড়াচ্ছে বার্ড ফ্লু! নির্দেশিকা জারি করে সতর্ক করল স্বাস্থ্য দফতর