Shootout at Bansdroni: খাস কলকাতায় চলল গুলি, নেপথ্যে কি সিন্ডিকেটরাজের দৌরাত্ম্য?

Shootout: স্থানীয়রা জানান, বহুতলটির একতলায় মলয় দত্তর অফিস ঘর। সেখান থেকে এদিন সকালে গুলির শব্দ পান।

Shootout at Bansdroni: খাস কলকাতায় চলল গুলি, নেপথ্যে কি সিন্ডিকেটরাজের দৌরাত্ম্য?
বাঁশদ্রোণীতে গুলি। আহত যুবক। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 3:20 PM

কলকাতা: খাস কলকাতায় দিনে দুপুরে চলল গুলি। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্রহ্মপুর খ্রিস্টানপাড়ায় গুলি চলে। ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলি চলে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনায় জখম হন এক নির্মাণ ব্যবসায়ী। নাম মলয় দত্ত। অভিযোগের আঙুল বিশ্বনাথ সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই বিবাদ কি সিন্ডিকেট অবধি গড়াবে, তদন্তে পুলিশ। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে মলয় দত্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। এলাকার এক বহুতলে মলয় দত্তর একটি অফিস আছে। সেখানে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ঘটনা ঘটে। অভিযোগ, অফিসে কেউ বা কারা আসে, মলয় দত্তকে লক্ষ্য করে গুলি চালান। মলয়ের কাঁধে লাগে এই গুলি। প্রথমে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয়রা জানান, বহুতলটির একতলায় মলয় দত্তর অফিস ঘর। সেখান থেকে এদিন সকালে গুলির শব্দ পান। গিয়ে দেখেন গুলিবিদ্ধ হয়েছেন মলয় দত্ত। কিন্তু কেন এই গুলি চলল তা এখনও স্পষ্ট নয়। সিন্ডিকেট বিবাদ নাকি এলাকা দখল নিয়ে বিবাদের, সবদিক খোলা রেখেই তদন্ত চলছে। ডিসি (এসএসডি) নিজে ঘটনাস্থলে পৌঁছেছেন। বাঁশদ্রোণী থানার পুলিশও রয়েছে। স্থানীয় পুর প্রতিনিধিরাও পৌঁছন ঘটনাস্থলে।

এদিকে এই ঘটনায় যাঁর নাম উঠে এসেছে, সেই বিশ্বনাথ সিং মলয় দত্তর ছোটবেলার বন্ধু বলেই জানান স্থানীয়রা। অফিসে ঢুকে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, মলয় দত্তের ডান কাঁধে গুলি লাগে। তাঁকে যখন এম আর বাঙুরে নিয়ে যাওয়া হয়, তখনও গুলিটি কাঁধেই ছিল। ফলে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। আপাতত অক্সিজেন, স্যালাইন চলছে। অস্ত্রোপচার করেই সেই গুলি বার করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Trinamool Mahila Congress Committee: ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে স্থগিত মহিলা তৃণমূলের নতুন কমিটি, দায়িত্বে পুরানোরাই