AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Mahila Congress Committee: ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে স্থগিত মহিলা তৃণমূলের নতুন কমিটি, দায়িত্বে পুরনোরাই

TMC: আগামী ৫ মে থেকে ব্লকে ব্লকে জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে দলের। চলবে ২১ জুলাই পর্যন্ত।

Trinamool Mahila Congress Committee: ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে স্থগিত মহিলা তৃণমূলের নতুন কমিটি, দায়িত্বে পুরনোরাই
মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 1:20 PM
Share

কলকাতা: সোমবারই তৃণমূল মহিলা কংগ্রেসের নতুন কমিটি গঠন করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে সেই কমিটিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য এই নতুন কমিটির কথা ঘোষণা করেন। ৪৪ জনের রাজ্য কমিটি তৈরি করা হয়। কম বেশি সব জেলাতেই পরিবর্তন হয়। আপাতত সেই কমিটি কাজ করবে না। পুরনো কমিটিই কাজ চালিয়ে যাবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে নানা কথা। আগামী ৫ মে থেকে ব্লকে ব্লকে জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে দলের। চলবে ২১ জুলাই পর্যন্ত। মহিলা তৃণমূল কংগ্রেসই মূলত এই কর্মসূচির জন্য প্রস্তুতি চালাচ্ছে। হাতে এক মাসও আর সময় নেই। সূত্রের দাবি, এই সময় নতুন কমিটিকে দায়িত্ব দিলে তাতে কর্মসূচির ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করছে তৃণমূল। তাই পুরনো কমিটিই আপাতত কাজ করবে।

যদিও এখানেও প্রশ্নের অবকাশ রয়েছে। ৫ মে কর্মসূচি তো আগেই ঘোষণা করা হয়েছিল। তা হলে নতুন কমিটি ঘোষণার সময় কি তা দলের নজরে ছিল না? এখানেও আরও একটি বিষয় শোনা যাচ্ছে। প্রশ্ন উঠছে, তৃণমূলের অন্দরের আদি-নব্য কোন্দল কি প্রভাব ফেলল এই কমিটিতেও? কমিটিতে আরও নতুন মুখের দাবি কি জোরাল হচ্ছে? তাই কি তড়িঘড়ি এমন সিদ্ধান্ত? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এখনও।

তবে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আপাতত স্থগিত রাখা হচ্ছে এই কমিটি। প্রসঙ্গত, সোমবার যে নতুন কমিটি তৈরি করা হয়, সেখানে পুরনো মুখের সঙ্গেই বহু নতুন মুখও যুক্ত হয়। রাজ্য ও জেলার জন্য এই কমিটি তৈরি হয়। যার মাথায় বসানো হয় মালা রায়কে। ভাইস প্রেসিডেন্ট পদে ১২ জনের মধ্যে রাখা হয় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মালা সাহা, স্মিতা বক্সীদের।

আরও পড়ুন: Maldah Crime: তৃণমূল কর্মীর বাড়িতে পুলিশের ‘সন্ত্রাস’, কাঠগড়ায় বৈষ্ণবনগর থানার এএসআই

আরও পড়ুন: Kaliagung Physical Assault Case: ছোট্ট মেয়েটা সিসিইউয়ে যুঝছে, শুধু লালসার শিকারই নয়, দেওয়া হয়েছে হুমকিও