Bangla News » Latest news » Having to stand in line to take a selfie at the Kolkata book fair.
Kolkata Book Fair: বইমেলায় সেলফি তোলার জন্য দাঁড়াতে হচ্ছে লাইনে
TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta
Updated on: Feb 12, 2023 | 4:31 PM
সেলফি তোলার জন্য দাঁড়াতে হচ্ছে লাইনে। বইয়ের লাইনের থেকেও সেলফি লাইন যেন বেশি। কেউ সেলফি তুলছেন সত্যজিৎ রায়ের সাথে, কেউ আবার সেলফি তুলছেন ভানু বন্দোপাধ্যায়ের সাথে। বইমেলাতে যেন তারা আবার ফিরে এসেছে ফিরে এসেছেন।
কত মানুষ।কত বই। কত সেলফি। সেলফি চাদরে বইমেলা যেন ঢেকে গেছে। বই পড়া বা বই কেনা থাক না একটু দূরে, তোমার আমার সেলফিটা হওয়া চাই আগে।