AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চুলে ঘন ঘন জট পড়ে যায়? ডাবের জল ব্যবহার করে মাথা পরিষ্কার করে নিন

Coconut Water for Hair: কখনও ডাবের জল দিয়ে চুল ধোয়ার কথা ভেবেছেন? চুল পরিষ্কার করার ক্ষেত্রে ডাবের জল প্রাকৃতিক ও রিফ্রেশিং বিকল্প। ডাবের জল চুলকে ময়েশ্চারাইজ করে, চুল পড়া কমায়। অনেকেই হয়তো জানেন না, ডাবের জল চুলে একাধিক উপকারিতা প্রদান করে।

চুলে ঘন ঘন জট পড়ে যায়? ডাবের জল ব্যবহার করে মাথা পরিষ্কার করে নিন
| Updated on: Jan 22, 2024 | 4:04 PM
Share

রোজ ডাবের জল খেলে শরীর ঠান্ডা থাকে, দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। ডাবের জল মুখে মাখলেও উপকার পাওয়া যায়। ত্বকের সমস্ত দাগছোপ দূর করে দেয় ডাবের জল। কিন্তু কখনও ডাবের জল দিয়ে চুল ধোয়ার কথা ভেবেছেন? চুল পরিষ্কার করার ক্ষেত্রে ডাবের জল প্রাকৃতিক ও রিফ্রেশিং বিকল্প। অনেকেই হয়তো জানেন না, ডাবের জল চুলে একাধিক উপকারিতা প্রদান করে। ডাবের জল ব্যবহারে চুলে যেসব উপকারিতা পাওয়া যায়, দেখে নিন।

১) ডাবের জলের মধ্যে ভিটামিন, মিনারেল ও ইলেক্ট্রোলাইট রয়েছে। চুল ধোয়ার সময় ডাবের জল ব্যবহার করলে এটি চ্যল ও স্ক্যাল্পে আর্দ্রতা জোগায়। এই প্রাকৃতিক হাইড্রেশন চুলের শুষ্কভাব, খুশকি ও চুলকানির মতো সমস্যা দূর করে।

২) ডাবের জল চুলকে ময়েশ্চারাইজ করে। এটি চুলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং ব্রেকএজ ও স্প্লিট এন্ডের মতো সমস্যাকে প্রতিরোধ করে। চুল হাইড্রেট থাকলে দূষণের কারণে চুল ক্ষয়ও হবে না। চুল পড়া কমাতে চাইলে অবশ্যই ডাবের জল ব্যবহার করুন।

৩) পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে ডাবের জলের মধ্যে। এগুলো চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং চুল দ্রুত বাড়তে থাকে। ঘন ও লম্বা চুল পেতে ডাবের জল ব্যবহার করুন।

৪) ডাবের জল স্ক্যাল্প ও চুলের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। ডাবের জল ব্যবহার করলে চুলে জট পড়ে না। ডাবের জল ব্যবহার করে আপনি মসৃণ ও নরম চুল পেতে পারেন। এতে চুলের দেখাশোনা করা আরও সহজ হবে।

৫) চুলের ফ্রিজিনেসকে প্রতিরোধ করে ডাবের জল। নিয়মিত চুলে ডাবের জল ব্যবহার করলে চুলে জেল্লা বাড়বে। চুলকে আর্দ্রতা জোগায় ডাবের জল।

যে উপায়ে চুলে ডাবের জল ব্যবহার করবেন-

১) ১/২ কাপ ডাবের জল নিন। এবার সেটা স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। ৫ মিনিট স্ক্যাল্পে মালিশ করুন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করুন। হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

২) অর্ধেক কাপ ডাবের জল নিন। এতে ৪ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে মেখে নিন। স্ক্যাল্পে হালকা হাতে মালিশ করুন। শ্যাম্পু করার আগে এই টোটকা কাজে লাগান।

৩) ১/২ কাপ ডাবের জলের সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাগান। ২০ মিনিয় অপেক্ষা করুন। এরপর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এভাবে ডাবের জল ব্যবহার করলে চুলে চিটচিটে ভাব, দুর্গন্ধ করবে। এমনকি খুশকির সমস্যাও কমে যাবে।