AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rice Flour for Skin: কোরিয়ানদের মতো স্ফটিক স্বচ্ছ ত্বক চাই? আজ থেকে মুখে চাল মাখুন

K Beauty: কোরিয়ান মহিলাদের স্ফটিক স্বচ্ছ ত্বকের প্রেমে পড়ছে সকলে। চালের গুঁড়ি দিয়ে তৈরি পিঠে ছাড়া আর কোনও দিন কিছু বানাননি। এবার ত্বকের কথা ভেবে চালের গুঁড়ি দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে এবং ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে চালের গুঁড়ি।

Rice Flour for Skin: কোরিয়ানদের মতো স্ফটিক স্বচ্ছ ত্বক চাই? আজ থেকে মুখে চাল মাখুন
| Updated on: Jun 19, 2024 | 3:49 PM
Share

বাজারে হাজার রকম প্রসাধনী। বাড়িতেও প্রাকৃতিক উপাদানের অভাব নেই। আপনার যেমন ত্বক, সেরকম উপাদান দিয়েই ত্বকের যত্ন নিতে পারেন। কিন্তু অনেক সময় ভুল প্রসাধনী বা প্রাকৃতিক মাখলেও ত্বকে র‍্যাশ বেরিয়ে যায়। তবে, আজকাল সবাই ঝুঁকছে কোরিয়ান স্কিন কেয়ারের দিকে। কোরিয়ান মহিলাদের স্ফটিক স্বচ্ছ ত্বকের প্রেমে পড়ছে সকলে। এরকমই ত্বক পাওয়ার জন্য কোরিয়ান হোম রেমেডিও খুঁজছেন সকলে। আর এখানেই এগিয়ে গিয়েছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে তৈরি পিঠে ছাড়া আর কোনও দিন কিছু বানাননি। এবার ত্বকের কথা ভেবে চালের গুঁড়ি দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে এবং ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে চালের গুঁড়ি।

১) চাল গুঁড়ির সঙ্গে কোকো পাউডার ও কাঁচা দুধ মিশিয়ে নিন। এই ফেসপ্যাক স্নানের আগে মেখে নিন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে দারুণ কার্যকর।

২) ত্বকের দাগছোপ তুলতে চালের গুঁড়ির সঙ্গে দুধের সর ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই পাবেন উজ্জ্বল ত্বক।

৩) চোখের তলায় পড়া কালি তুলতে চালের গুঁড়ির সাহায্য নিতে পারেন। চালের গুঁড়ির সঙ্গে গমের আটা সমপরিমাণ মিশিয়ে নিন। এবার এতে আলুর রস বা টমেটোর রস মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ত্বকে ২০ মিনিট রাখুন। এই ফেসপ্যাক সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই ডার্ক সার্কেল উধাও হয়ে যাবে।

৪) গরমে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়। অতিরিক্ত সেবাল ক্ষরণ নিয়ন্ত্রণ করতে চালের গুঁড়ির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের উপর লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৫) দিনের বেশিরভাগ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে ত্বক শুকিয়ে যায়। এছাড়া জল কম খেলেও ত্বক ডিহাইড্রেটেড হয়ে যায়। শুষ্ক ত্বকের সমস্যা এড়াতে চাল গুঁড়ির মধ্যে অ্যালোভেরা জেল ও শসার রস মিশিয়ে নিন। এই ফেসপ্যাক সপ্তাহে দু’বার ব্যবহার করুন। এতেই ত্বক হবে কোমল ও নরম।