
সোনার গয়না শুধু অলঙ্কার নয়, অনেক সময় তা হয়ে ওঠে স্মৃতির অংশও। মায়ের বা দিদার কাছ থেকে পাওয়া পুরনো গয়নাগুলো যতই প্রিয় হোক, সময়ের সঙ্গে সঙ্গে তাতে জমে যায় ধুলো, ঘামের দাগ বা কালচে ছোপ। এতে সোনার উজ্জ্বলতা হারিয়ে ফেলে তার আসল সৌন্দর্য। অনেকের মনে প্রশ্ন জাগে যে, ঘরোয়া উপায়ে সেই পুরনো গয়না ফের নতুনের মতো করা সম্ভব? উত্তরটা হ্যাঁ। মাত্র কয়েকটি সহজ কৌশলেই আপনার পুরনো সোনার গয়না ফিরে পেতে পারে তার আগের দীপ্তি। সামনেই ধনতেরাস (১৮ অক্টোবর)। তার আগে জেনে নিন আপনার পুরনো সোনার গয়না কীভাবে চকচকে বানাবেন। একবার পুরনো সোনার গয়নায় জেল্লা ফিরে এলে দীপাবলিতেও তা পরতে পারবেন। নিম্নে ৩ টিপস তুলে ধরা হল।
একটি পাত্রে হালকা গরম জল নিন, তাতে অল্প হালকা তরল সাবান (যেমন ডিশ ওয়াশ বা বেবি শ্যাম্পু) মিশিয়ে নিন। গয়না কয়েক মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর নরম ব্রাশ বা টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষে নিন। এতে গয়নার কোণায় জমে থাকা ময়লা সহজেই সরে যাবে। শেষে পরিষ্কার জলে ধুয়ে নরম কাপড়ে মুছে শুকিয়ে নিন। এই পদ্ধতি নিত্য পরে থাকা গয়না যেমন চেইন, আঙটি, কানের দুলের জন্য একদম নিরাপদ।
একদম হালকা নন-জেল টুথপেস্ট নিয়ে নরম ব্রাশে লাগান। এ বার গয়নার গায়ে আলতো করে ঘষে দিন। এতে ধুলোময়লা দূর হওয়ার পাশাপাশি সোনার আসল চকচকে ভাব ফিরে আসে। কাজ শেষে গয়না ধুয়ে নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। গয়নায় যদি পাথর বসানো থাকে, তা হলে খুব বেশি চাপ দেবেন না। তেমন হলে পাথর ঢিলে হয়ে যেতে পারে।
এক চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এ বার সেই পেস্টটি তুলো বা নরম কাপড়ে নিয়ে গয়নার গায়ে ঘষুন। মিনিট পাঁচেক রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ গয়নার কালচে দাগ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। তবে মনে রাখবেন, এই পদ্ধতি খুব সূক্ষ্ম ডিজাইনের গয়না বা হোয়াইট গোল্ডের ক্ষেত্রে প্রয়োগ করবেন না, তাতে কিন্তু ক্ষতি হতে পারে।
সোনার গয়না নিয়মিত পরিস্কার রাখলে তা বছরের পর বছর উজ্জ্বল ও আকর্ষণীয় থাকে। ঘরোয়া এই উপায়গুলো ব্যবহার করলে অতিরিক্ত খরচ না করেই আপনি ফিরে পেতে পারেন আপনার প্রিয় সোনার গয়নার পুরনো দীপ্তি। তাই আর দেরি নয়, আলমারি খুলুন, পুরনো সোনার গয়নাগুলো বার করুন, আর ঘরোয়া যত্নেই ঝলমলে করে তুলুন নিজেকে ও আপনার স্মৃতিগুলোকে।