Egg Face Pack: ডিমের তৈরি ফেসপ্য়াকেই ফিরবে ত্বকের জেল্লা, জানুন উপায়
Homemade Face Pack: বর্তমানে কাজের চাপ, ও নানা দুশ্চিন্তার কারণে অল্প বয়সেই মুখে বলিরেখা পড়ে যায়। ত্বকের জেল্লাও কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, ডিমের খোসা এ ব্যাপারে দারুণ কাজ করে। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসার ফেসপ্য়াক।
ব্রণ (Acne), ত্বকে দাগ, পিগমেন্টেশন, রুক্ষ ভাবের মতো সমস্যা চলতে থাকে প্রায় সারাবছরই। ত্বকের এইসব সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন আর কী নয় তা অনেকেই স্থির করে উঠতে পারেন না। এবার ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে মুহূর্তে। ভরসা রাখুন ডিমের (Egg) উপর। ডিমকে বলা হয় পুষ্টির পাওয়ারহাউস। ডিম স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও ভীষণ উপকারী। চুলের জন্য় ডিমের ব্য়বহার বহুদিনের। চুলের গোড়া শক্ত করতে ও জেল্লা ফেরাতে ডিমের কুসুম (Egg Wolk) ও সাদা অংশ খুবই কার্যকরী। ত্বকের জন্য়ও ডিমকে সমান উপকারী বলেই মনে করেন বিশেষজ্ঞরা। জেনে নিন রূপচর্চায় কীভাবে কাজে লাগাবেন ডিম….
বর্তমানে কাজের চাপ, ও নানা দুশ্চিন্তার কারণে অল্প বয়সেই মুখে বলিরেখা পড়ে যায়। ত্বকের জেল্লাও কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, ডিমের খোসা এ ব্যাপারে দারুণ কাজ করে। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসার ফেসপ্য়াক।
কীভাবে বানাবেন? ডিমের খোসা নিন। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিন। এরপর এর মধ্যে ডিমের কুসুম মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এরপর কিছু পরিমাণ বেসন দিন। একটু মধু, অল্প হলুদ ব্যবহার করুন। এবার সব কটা মিশিয়ে নিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ব্যবহার করুন এই ফেসপ্যাক।
আবহাওয়া কিংবা অযত্নের কারণে হারিয়ে যাচ্ছে ত্বকের জেল্লা? ত্বকের জেল্লা ফেরাকে সাহায্য করে ডিমের কুসুম। সপ্তাহে একদিন ব্যবহার করুন ডিমের কুসুমের ফেসপ্যাক।
কীভাবে বানাবেন?
একটি পাত্রে ডিমের কুসুম নিন। এবার সেই ডিমের কুসুমের সঙ্গে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। অন্তত ২০ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে। উপকার মিলবে । দূর হবে ত্বকের যে কোনও ধরনের দাগ। এবং সেই সঙ্গেই ফিরবে ত্বকে জেল্লা।
ত্বকের যত্ন নিতে সপ্তাহে অন্তত ২ বার স্ক্রাব করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জানেন কি স্ক্রাবার হিসেবেও দারুণ কাজ করে ডিমের খোসা ? জানুন কীভাবে কাজে লাগাবেন এটিকে
কীভাবে ব্য়বহার করবেন? ডিমের খোসা ভাল করে গুঁড়ো করে নিন। তারমধ্যে অল্প মধু মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। ত্বকের বলিরেখা সরাতে দারুণ কাজ করবে এই ডিমের খোসা।