Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Korean Skin Care: রোদে বেরিয়ে মুখ পুড়িয়েছেন? কোরিয়ান স্টাইলে পান ফর্সা ও জেল্লাদার ত্বক

Tan Removal Packs: চাঁদিফাটা রোদে বেরিয়ে হাত-পায়ে যে ট্যান পড়েছে, তা তোলার জন্য কোরিয়ান ফেসপ্যাক সার্চ‌ করছেন গুগলে। ট্যান তুলতে সবচেয়ে বেশি উপযোগী হল প্রাকৃতিক উপাদান। সেই উপাদানগুলো যদি কোরিয়ান স্টাইলে ব্যবহার করেন, আরও উপকার পাবেন।

Korean Skin Care: রোদে বেরিয়ে মুখ পুড়িয়েছেন? কোরিয়ান স্টাইলে পান ফর্সা ও জেল্লাদার ত্বক
Follow Us:
| Updated on: May 03, 2024 | 12:42 PM

খাবার থেকে সিরিজ-সিনেমা কোরিয়ান ঝড় সব জায়গায়। সবচেয়ে বেশি কোরিয়ান পণ্যের রমরমা রূপচর্চার দুনিয়ায়। কোরিয়ান ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করার চল বেড়ে গিয়েছে। কিন্তু কমেনি ঘরোয়া টোটকার জনপ্রিয়তা। বরং, কোরিয়ান স্টাইলে ও ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে চাইছে সবাই। বিশেষত, চাঁদিফাটা রোদে বেরিয়ে হাত-পায়ে যে ট্যান পড়েছে, তা তোলার জন্য কোরিয়ান ফেসপ্যাক সার্চ‌ করছেন গুগলে। ট্যান তুলতে সবচেয়ে বেশি উপযোগী হল প্রাকৃতিক উপাদান। সেই উপাদানগুলো যদি কোরিয়ান স্টাইলে ব্যবহার করেন, আরও উপকার পাবেন।

টমেটো ও মধু: ট্যান তুলতে ভীষণ সহায়ক টমেটো। টমেটো মধ্যে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের দাগছোপ, রোদে পোড়া দাগ তুলতে সহায়ক। মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখে। কমায় ব্রণর সমস্যাও। টমেটো পেস্টের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-১ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

টক দই ও হলুদ: কোরিয়ান টোটকায় রয়েছে আয়ুর্বেদিক উপাদান। আয়ুর্বেদেও ত্বকের যত্নে ব্যাপকভাবে ব্যবহৃত হয় টক দই ও হলুদ। ২ চামচ টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ট্যান পরিষ্কারের পাশাপাশি ত্বকের সমস্যাও কমাবে।

পাকা পেঁপে ও চালের গুঁড়ি: কে-বিউটিতে চালের জল, চালের গুঁড়ির ব্যবহার সবচেয়ে বেশি। চালের গুঁড়ির সঙ্গে পাকা পেঁপে পেস্ট করে মুখে মাখুন। মিনিট পনেরো পর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ট্যানের পাশাপাশি ত্বক থেকে মরা চামড়াও পরিষ্কার করে দেবে।

মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল: তৈলাক্ত ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা, ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয় মুলতানি মাটি। অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ব্রণর সমস্যা কমায়। মুলতামি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।