রোজ সকালে এটা খেলেই বয়স কমবে হু হু করে, চল্লিশেও লাগবে ২৪!
কুড়িতেই লাগছে বুড়ি। চিন্তা নেই, ঘরেই বানিয়ে ফেলতে পারেন এমন কয়েকটা ম্যাজিক ড্রিঙ্ক, যা কিনা রাতারাতি আপনার বয়সকে রাখবে হাতের মুঠোয়।

যতদিন যাচ্ছে, চামড়ায় পড়ছে বলিরেখা। ত্বক যেন জেল্লা হারাচ্ছে। কুড়িতেই লাগছে বুড়ি। চিন্তা নেই, ঘরেই বানিয়ে ফেলতে পারেন এমন কয়েকটা ম্যাজিক ড্রিঙ্ক, যা কিনা রাতারাতি আপনার বয়সকে রাখবে হাতের মুঠোয়।
গ্রিন টি- গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা কিনা ত্বককে সহজ রাখতে সাহায্য করে। লিভারকে ভাল রাখে। তাই রোজ ডিনারের পর এক কাপ গ্রিন টি খেয়ে নিন।
বিটের জুস- সকাল বেলা খালি পেটে খেয়ে নিন বিট জ্যুস। এর মধ্যে মিশিয়ে দিতে পারেন আমলকি রসও। দেখবেন সারাদিন তরতাজা থাকবেন।
দুধ-হলুদ- গরম দুধে হলুদ মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই হলুদ মেশানো দুধ খেলে রাতে ঘুমও হবে ভাল। ত্বকও হবে ঝকঝকে।
টম্যাটো জুস- সপ্তাহে অন্তত একদিন টম্যাটোর জুস খেয়ে নিন। টম্যাটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ত্বককে সতেজ রাখে। টম্যাটো জুস খেলে ত্বক ঝকঝকে হয়ে উঠবে।





