Duarsini: পুজোয় উত্তরবঙ্গ যাবেন কিনা বুঝতে পারছেন না? ৪ দিনের জন্য দুয়ারসিনি থেকে ঘুরে আসুন
Purulia Trip: দু-তিন দিনের ছুটিতে অনেকেই বেছে নেন পুরুলিয়াকে। লোয়ার ড্যাম থেকে বরন্তি বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে। তবে, আজকাল দুয়ারসিনিতেও বাড়ছে পর্যটকদের ভিড়। শহুরে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে, প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা দুয়ারসিনি।
পুজোয় অনেকেরই প্ল্যান রয়েছে সিকিম ও কালিম্পংয়ের বিভিন্ন জায়গা বেড়াতে যাওয়ার। সেটা এখন রয়েছে অনিশ্চয়তার মধ্যে। মেঘভাঙা বৃষ্টি, লোনক হ্রদে ফাটল ও হড়পা বানের জেরে ভয়াবহ পরিস্থিতি সিকিমে। আটকে পড়েছেন বহু পর্যটক। কালিম্পং যেতেও ভয় পাচ্ছেন সকলে। এখন যা পরিস্থিত, যা পুজোর সময় কতটা স্বাভাবিক হবে, কেউ জানে না। কিন্তু আপনি চাইলে পাহাড়ে যেতে পারেন। উত্তরবঙ্গে নয়, চলে যান পুরুলিয়ায়। তবে, সেই চেনা পুরুলিয়া নয়। এবার পুজোয় পুরুলিয়ার অফবিট খুঁজে নিন। যেতে পারেন পুরুলিয়ার দুয়ারসিনি।
দু-তিন দিনের ছুটিতে অনেকেই বেছে নেন পুরুলিয়াকে। লোয়ার ড্যাম থেকে বরন্তি বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে। তবে, আজকাল দুয়ারসিনিতেও বাড়ছে পর্যটকদের ভিড়। জঙ্গলের মাঝে, ছোট ছোট কটেজে রাত কাটানোর জন্য আপনি বেছে নিতে পারেন দুয়ারসিনিকে। ছোট ছোট পাহাড় আর শাল-শিমুল-পিয়ালের বন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুয়ারসিনি। শহুরে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে, প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা দুয়ারসিনি।
দুয়ারসিনি কটেজের খুব কাছেই রয়েছে একটি ভিউ পয়েন্ট। সেখান থেকে দুয়ারসিনির ৩৬০ ডিগ্রি ভিউ আপনার চোখ জুড়িয়ে দেবে। দেখতে পাবেন বয়ে চলা সাতগুড়ুম নদীকেও। তবে, দুয়ারসিনি থেকে ঘুরে নিতে পারে হাড়গাড়া জঙ্গল, টটকো জলাধার, রাইকা পাহাড়। দুয়ারসিনির জঙ্গলের খুব কাছেই অবস্থিত হাতিবাড়ি। হাতিবাড়ি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে ‘এলিফ্যান্ট করিডর’, যা ঝাড়গ্রাম থেকে দুমলা রেঞ্জ পর্যন্ত বিস্তৃত। তাই দুয়ারসিনি থেকে হাতিবাড়ি ঘুরতে গেলে হাতির দেখাও মিলতে পারে।
দুয়ারসিনি থেকে ২৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত ঘাটশিলা। সেখানেও রয়েছে পঞ্চপাণ্ডব টিলা বুরুডি লেক, ধারাগিরি জলপ্রপাতের মতো কিছু পর্যটন স্থান। পুজোর পাঁচদিনের ছুটিতে চারচাকা নিয়ে বেরোলে এই সব জায়গাই নিজের মতো করে ঘুরে দেখতে পারবেন। সড়কপথে কলকাতা থেকে বান্দোয়ান হয়ে আপনাকে দুয়ারসিনি পৌঁছাতে হবে। তবে, ট্রেনে করে গেলে নামতে হবে ঘাটশিলা বা পুরুলিয়া। দু’জায়গা থেকেই আপনি দুয়ারসিনি যাওয়ার গাড়ি পেয়ে যাবেন।
দুয়ারসিনির জঙ্গলের মধ্যে যে কটেজগুলো রয়েছে, সেগুলো রাজ্য সরকারের বনোন্নয়ন নিগমের বাংলো। দুয়ারসিনি এটাই একমাত্র থাকার জায়গা। তাই অনলাইনে বুকিং করেই যাওয়া ভাল। এখানে নীল রঙের পর পর কয়েকটা কটেজ রয়েছে। কটেজের ভাড়া ২০০০ টাকা প্রতি রাতে। রয়েছে ডরমেটারি ঘরও। সেখানে চারজন একসঙ্গে থাকলে মাত্রাপিছু ২০০ টাকা করে খরচ পড়বে। তাহলে আর দেরি কীসের! চটপট বুকিং সেরে বেরিয়ে পড়ুন দুয়ারসিনির উদ্দেশ্যে।