The Irish Pub: পৃথিবীর উচ্চতম আইরিশ পাবের ঠিকানা জানেন কি?
নেপালের নামচে সেই সব মানুষদের কাছে বেশ জনপ্রিয়, যাঁরা এভারেস্টের কাছে পৌঁছতে চান। কারণ এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর এক মাত্র রাস্তা হল নেপালের এই নামচে বাজার। যদি নামচে শুধুমাত্র এই একটি কারণে ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় নয়। এই জায়গার জনপ্রিয়তার পিছনে আরেকটি কারণ হল এখানের আইরিশ পাব, যা পৃথিবীর উচ্চতম পানশালা।
নেপালের নামচে সেই সব মানুষদের কাছে বেশ জনপ্রিয়, যাঁরা এভারেস্টের কাছে পৌঁছতে চান। কারণ এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর এক মাত্র রাস্তা হল নেপালের এই নামচে বাজার। যদি নামচে শুধুমাত্র এই একটি কারণে ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় নয়। এই জায়গার জনপ্রিয়তার পিছনে আরেকটি কারণ হল এখানের আইরিশ পাব, যা পৃথিবীর উচ্চতম পানশালা।
এই আইরিশ পাব সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৪৫০ মিটার উঁচুতে নামচে বাজারে অবস্থিত, যার একটাই উদ্দেশ্য হল ভ্রমণ পিপাসুদের আনন্দ প্রদান করে। কিন্তু গত বছর করোনা ভাইরাসের প্রকোপের কারণে ১০ই এপিল থেকে বন্ধ হয়ে গিয়েছিল পৃথিবীর উচ্চতম আইরিশ পাব। তবে এখন যদি আপনি যান, তাহলে অবশ্যই খোলা পাবেন এই পাব।
যাঁরাই প্রথমবার মাউন্ট এভারেস্টের কাছে এসেছেন, তাঁদের প্রত্যেকেই ঘুরে গেছেন আইরিশ পাবেও।জনবহুল এলাকা থেকে দূর অবস্থিত হলেও, এই পাবের ভিতরে ঢুকে আপনি তা ঠাওর করতে পারবেন না। পুল টেবিল থেকে মিউজিক সবই রয়েছে এই পাবে। পৃথিবীর উচ্চতম অর্থাৎ এতটাই উপরে অবস্থিত যে পণ্যের সরবরাহের শ্রম যায় অনেক। কাঠমান্ডু থেকে লুকলা অবধি প্লেনে আসা সমস্ত জিনিসপত্র। লুকলা এই অঞ্চলের শেষ বিমানবন্দর। লুকলার পর কুলি ভাড়া করে জিনিসপত্র তুলতে হয় নামচে বাজারে।
তবে এই পাবের একটা অন্যতম বৈচিত্র্য রয়েছে। পৃথিবীর উচ্চতম তো বটেই, আর যেহেতু এভারেস্টের কাছাকাছি তাই পৃথিবী জুড়ে নানা প্রান্ত থেকে মানুষ ভিড় করেন এই নামচে বাজারে। সুতরাং, আপনি এভারেস্ট না আরোহণ করতে গেলেও, এই পাবে আপনি পৃথিবীর অনেক পর্বতরোহীর দেখা পেতে পারেন। এই পাব কিছুটা ভ্রমণকারীর ট্যাভার্নের মতো, যা আপনাকে পুরানো দিনগুলিতে ফিরিয়ে যাবে। যাকে বলে ‘অল্ড গুড ডেস’। আপনি এই পাবেই খুঁজে পাবেন বিশ্বের সেরা পর্বতরোহীদের নানান অভিজ্ঞতার গল্প। তাঁদের পর্বত আরোহণের গল্পই এই পাবকে আরও অনন্য করে তুলেছে।
২০১৫ সালে নেপালে ভয়ানক ভূমিকম্পের প্রভাব এই পাবেও পড়েছে। যদিও এখন ক্ষতির মুখ থেকে অনেকটাই বেঁচে ফিরেছে আইরিশ পাব। উপরন্ত আগের বছর থেকে করোনা প্রকোপের জন্য বন্ধ ছিল এই পাব। তবে এখন এভারেস্ট আরোহণকারীদের জন্য আবার খুলে গেছে দ্য আইরিশ পাব।
নামচে-র দৃশ্যগুলি অবশ্যই অতুলনীয়, তবে আপনি যদি বিশ্বের উচ্চতম পাবে এক বোতল বিয়ার নিয়ে বিশ্বের সেরা পর্বতরোহীদের গল্প শুনতে চান, তাহলে আপনাকে কাঠমান্ডু থেকে সোজা পৌঁছে যেতে হবে নামচে বাজারে। এটি এমন একটি অভিজ্ঞতা যা প্রতিটি ভ্রমণকারীর পছন্দ করবেন। আর যতই হোক বিশ্বের সর্বোচ্চ পানশালায় বসার সুযোগই বা কতজনের আসে!
আরও পড়ুন: জঙ্গলের ভিতরে ক্যাম্পিং করতে চান? রইল গাড়োয়ালে কোলে লুকিয়ে থাকা এক অফবিটের খোঁজ