Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Promise Day: প্রেমের ফাঁদে পড়লেও, কথার ফাঁদে পড়বেন না! চিনে নিন ভুয়ো প্রেম

প্রেমের শুরুতে তোমার জন্য আকাশ থেকে চাঁদ এনে দেব, তোমার জন্য দিনকে রাত করে দেব। কবিতা লিখতেও গিয়েও পাহাড় সমান প্রতিশ্রুতি। তারপর সময় এগোলেই, সেই প্রতিশ্রুতিই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায়। কথা দেওয়া কথা গুলো শুধুই তখন শব্দ।

Promise Day: প্রেমের ফাঁদে পড়লেও, কথার ফাঁদে পড়বেন না! চিনে নিন ভুয়ো প্রেম
Image Credit source: Social Media
Follow Us:
| Updated on: Feb 11, 2025 | 1:33 PM

কেউ কথা রাখে না! প্রেমের গল্পে এ প্রমাণ ঝুড়ি ঝুড়ি। প্রেমের শুরুতে তোমার জন্য আকাশ থেকে চাঁদ এনে দেব, তোমার জন্য দিনকে রাত করে দেব। কবিতা লিখতেও গিয়েও পাহাড় সমান প্রতিশ্রুতি। তারপর সময় এগোলেই, সেই প্রতিশ্রুতিই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায়। কথা দেওয়া কথা গুলো শুধুই তখন শব্দ। আর প্রেম যেন গলার ফাঁস। যদি এমন কোনও কায়দা থাকে, যে প্রথম থেকেই মিথ্যে প্রতিশ্রুতি ধরা পড়ে? প্রথম থেকেই বোঝা যায় এ প্রেম, আসলে ভুয়ো। সোশাল মিডিয়ার দৌরাত্মে এমন ভুয়ো প্রেমের ছড়াছড়ি। যার শুরু হোয়াটসঅ্য়াপে, শেষ ফেসবুকে। একজন তো খেলে শেষেই চম্পট, আরেকজন সারাজীবন যেন ফেঁসে থাকে ফাঁসে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব কঠিন। কিন্তু কোনও সম্পর্কে ঢোকার আগে, একটু সচেতন হলেই কিন্তু এরকম পরিস্থিতি তৈরিই হবে না। তার জন্য আবেগকে অল্প সরিয়ে হতে হবে ক্যালকুলেটিভ। প্রেমের অঙ্কে হৃদয়কে একটু বিশ্রামে পাঠিয়ে, মগজকে মাঠে নামান।

১) প্রথমেই বলা প্রয়োজন, প্রেমের কোনও চটজলদি রেসিপি হয় না। লাভ অ্য়াট ফার্স্ট সাইট যে গপ্পোটা বহু যুগ ধরে চলে আসছে, তা একেবারেই ভালোলাগা। এর সঙ্গে প্রেমের কোনও যোগাযোগ নেই। তাই প্রেম মানেই ঠিক রেড ওয়াইন, যত পুরনো হবে ততই নেশা। তাই যদি বোঝেন সঙ্গী ম্যাগির মতো দুমিনিটেই প্রেমে পড়ে, বড় বড় প্রমিস করছে, তাহলে তৎক্ষণাৎ দূরে পালান। কারণ, কাউকে ভালোভাবে না জেনে, না চিনে প্রমিস মানেই, খুড়োর কল।

২) মনোবিদরা বলছেন, সাধারণত, ভুয়ো প্রেমিক বা প্রেমিকারা সম্পর্ক ঠিকঠাক শুরুর আগেই ভবিষ্যতের প্ল্যান শুরু করে। এর নেপথ্যে একটাই কারণ, আপনাকে শুধুই বেঁধে রাখা। মানে ওই অ্যাডভান্স বুকিং। অনেক সময়ই দেখা যায় এই অ্য়াডভান্স বুকিং পরে অপশন ছাড়া আর কিছুই থাকে না। তাই একটু সচেতন।

৩) প্রমিস ব্যাপারটা কিন্তু অল্প হলেও, অবিশ্বাসের জায়গা থেকে জন্মায়। অর্থাৎ সঙ্গী কোনও কিছু বলার কায়দায় যদি প্রমিসের সাহায্য নেয়, তাহলে একে অপরের প্রতি অবিশ্বাসের জন্ম হয়।

৪) প্রমিস অনেক সময়ই, কথা না রাখার ইঙ্গিত। ঠিক যেমন, নতুন বছরের শুরুতে রেজোলিউশন। যেটা আসলে ভাঙার জন্য তৈরি হয়।

৫) উপরের প্রত্যেকটি পয়েন্ট পড়ে হয়তো নিরাশার জন্ম হতে পারে। আসলে, হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না, তেমনি সব মানুষ একরকম হয় না। তবুও আজকের এই ইঁদুর দৌড়ে, হাতের সামনে অপশন থাকলে, মানুষ ভালো থেকে আরও ভালোর দিকে ছুটতে থাকে। অপর দিকে পড়ে থাকে সমুদ্রে বালিতে লেখা হাজার প্রমিস। তাই পুরো বিষয়টি নেগেটিভ না ভেবে, একটু সচেতন হলেই হবে।

সজাগ থাকুন–

ভুয়ো প্রেম থেকে বাঁচতে প্রথমেই নজরে রাখুন, আপনার প্রেমিক বা প্রেমিকা সব সিদ্ধান্ত অতি দ্রুত নিচ্ছে কিনা। যদি সেটা হয়, আপনি ধীরে নীতি মেনেই এগিয়ে যান।

সম্পর্ককে সময় দিন। কারণ, সম্পর্ক যদি সঠিক পথে এগোতে থাকে, তাহলে কোনও প্রমিসেরই দরকার পড়ে না। অন্যসব কিছুই এগোতে থাকে স্বতঃস্ফূর্তভাবে। দুজনের মধ্যে প্রেম থাকলে, আর সব চলবে সুপারফাস্ট ট্রেনের মতোই। বিশ্বাসটাই আসল। তাই প্রেমের ফাঁদে পড়লেও, কথার ফাঁদে পড়ার আগে একটু সজাগ থাকুন।