AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টাইপ কাস্ট হতে চাননি বলেই ছেড়েছেন…, রানি কত কোটির মালিক জানেন?

Rani Mukherjee: এরপরই বলিউডে শুরু তাঁর রাজত্ব। একটা সময় ছবির সংখ্যা কমতে থাকে। তাই বলে রানি বলিউড থেকে সরে যাননি। এখনও ছকভাঙা চিত্রনাট্যে বাজিমাত করতে দেখা যায় তাঁকে। জানেন এই রানির মোট সম্পত্তির পরিমান করত?

| Updated on: Feb 20, 2024 | 8:45 AM
Share
শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের সমীকরণ বেশ মধুর। পর্দায় এই জুটি যতবার একসঙ্গে উপস্থিত হয়েছেন, ঠিক ততবার যেন ম্যাজিক তৈরি হয়েছে।

শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের সমীকরণ বেশ মধুর। পর্দায় এই জুটি যতবার একসঙ্গে উপস্থিত হয়েছেন, ঠিক ততবার যেন ম্যাজিক তৈরি হয়েছে।

1 / 8
রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের সবথেকে বডড হিটও তাঁরই হাত ধরে। কুছ কুছ হোতা হ্যায়, যে ছবিতে প্রাথমিকভাবে রানি মুখোপাধ্যায়ের চরিত্রে কাজ করার কথা ছিল টুইঙ্কেল খান্নার।

রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের সবথেকে বডড হিটও তাঁরই হাত ধরে। কুছ কুছ হোতা হ্যায়, যে ছবিতে প্রাথমিকভাবে রানি মুখোপাধ্যায়ের চরিত্রে কাজ করার কথা ছিল টুইঙ্কেল খান্নার।

2 / 8
পরবর্তীতে সেই ছবির প্রস্তাব চলে যায় রানির কাছে। তাঁর কণ্ঠস্বর, তাঁর রূপ, তাঁর বোল্ডনেসে সকলে মন দিয়েছিল। রানি এক অন্য স্বাদ এনেদিয়েছিলেন পর্দায়।

পরবর্তীতে সেই ছবির প্রস্তাব চলে যায় রানির কাছে। তাঁর কণ্ঠস্বর, তাঁর রূপ, তাঁর বোল্ডনেসে সকলে মন দিয়েছিল। রানি এক অন্য স্বাদ এনেদিয়েছিলেন পর্দায়।

3 / 8
তবে ২০০০ সালে এসে কোথাও যেন তাঁর মনে হয়ে ছিল যে তিনি টাইপ কাস্ট হয়ে যাচ্ছেন। যা মোটেও মেনে নিতে পারেননি রানি। তাই অন্যস্বাদের ছবি করা শুরু করেন।

তবে ২০০০ সালে এসে কোথাও যেন তাঁর মনে হয়ে ছিল যে তিনি টাইপ কাস্ট হয়ে যাচ্ছেন। যা মোটেও মেনে নিতে পারেননি রানি। তাই অন্যস্বাদের ছবি করা শুরু করেন।

4 / 8
সেখানেও রানি হিট, মেকআপ ছাড়াও যেন তাঁকে নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এরপরই বলিউডে শুরু তাঁর রাজত্ব। একটা সময় ছবির সংখ্যা কমতে থাকে।

সেখানেও রানি হিট, মেকআপ ছাড়াও যেন তাঁকে নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এরপরই বলিউডে শুরু তাঁর রাজত্ব। একটা সময় ছবির সংখ্যা কমতে থাকে।

5 / 8
তাই বলে রানি বলিউড থেকে সরে যাননি। এখনও ছকভাঙা চিত্রনাট্যে বাজিমাত করতে দেখা যায় তাঁকে। জানেন এই রানির মোট সম্পত্তির পরিমান করত?

তাই বলে রানি বলিউড থেকে সরে যাননি। এখনও ছকভাঙা চিত্রনাট্যে বাজিমাত করতে দেখা যায় তাঁকে। জানেন এই রানির মোট সম্পত্তির পরিমান করত?

6 / 8
রানি মুখোপাধ্যায় মোট ২০০ কোটি মালিক। আর তাঁর স্বামী আদিত্য রায় কাপুর মোট ৭২০০ কোটির মালিক। দুজনের আয় যোগ করলে তা দাঁড়ায় ৭৪০০ কোটি টাকা।

রানি মুখোপাধ্যায় মোট ২০০ কোটি মালিক। আর তাঁর স্বামী আদিত্য রায় কাপুর মোট ৭২০০ কোটির মালিক। দুজনের আয় যোগ করলে তা দাঁড়ায় ৭৪০০ কোটি টাকা।

7 / 8
যদিও দর্শকেরা সেই পুরোনো রানি ফ্লেভার ফিরে পেতে আজও মরিয়া। শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন কি না, সেই প্রশ্ন বারবার দর্শকদের করতে দেখা যায়।

যদিও দর্শকেরা সেই পুরোনো রানি ফ্লেভার ফিরে পেতে আজও মরিয়া। শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন কি না, সেই প্রশ্ন বারবার দর্শকদের করতে দেখা যায়।

8 / 8