AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ চক্রবর্তীই জীবন তৈরি করেন অনুপম রায়ের হবু স্ত্রী প্রশ্মিতা পালের, কীভাবে জানেন?

Anupam-Prashmita-Raj: তৃতীয় বিয়ে করছেন গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়। তিনি বিয়ে করছেন গায়িকা প্রশ্মিতা পালকে। আজকে নয়, অনেকদিন থেকেই অনুপমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রশ্মিতার। সেই বন্ধুত্ব থেকেই প্রেম এবং তারপরই বিয়ে। প্রশ্মিতার কেরিয়ার তৈরি করে দিয়েছিলেন রাজ চক্রবর্তী। কীভাবে?

| Updated on: Feb 26, 2024 | 5:23 PM
Share
আসন্ন ২ মার্চ, শনিবার, বিয়ে করতে চলেছেন গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়। তিনি বিয়ে করছেন এক গায়িকাকেই। নাম প্রশ্মিতা পাল। পরিবারের উপস্থিতিতে বিয়েটা হচ্ছে। টালিগঞ্জের কাউকেই সেই বিয়েতে আমন্ত্রণ জানানো হচ্ছে না। সাফ জানিয়েছেন অনুপম। কিন্তু অনুপম যাঁকে বিয়ে করছেন তিনি বেশ কিছু গান গেয়েছেন বাংলা ছবিতে। এমনকী অনুপমের সঙ্গীত পরিচালনাতেও গান গেয়েছেন প্রশ্মিতা।

আসন্ন ২ মার্চ, শনিবার, বিয়ে করতে চলেছেন গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়। তিনি বিয়ে করছেন এক গায়িকাকেই। নাম প্রশ্মিতা পাল। পরিবারের উপস্থিতিতে বিয়েটা হচ্ছে। টালিগঞ্জের কাউকেই সেই বিয়েতে আমন্ত্রণ জানানো হচ্ছে না। সাফ জানিয়েছেন অনুপম। কিন্তু অনুপম যাঁকে বিয়ে করছেন তিনি বেশ কিছু গান গেয়েছেন বাংলা ছবিতে। এমনকী অনুপমের সঙ্গীত পরিচালনাতেও গান গেয়েছেন প্রশ্মিতা।

1 / 8
প্রশ্মিতাতে ইন্ডাস্ট্রিতে এনেছিলেন এক বাঙালি পরিচালকই। সেই পরিচালকের নাম রাজ চক্রবর্তী। তাঁর পরিচালনায় তৈরি 'বোঝে না সে বোঝে না' ছবি প্রথম গান গেয়েছিলেন প্রশ্মিতা।

প্রশ্মিতাতে ইন্ডাস্ট্রিতে এনেছিলেন এক বাঙালি পরিচালকই। সেই পরিচালকের নাম রাজ চক্রবর্তী। তাঁর পরিচালনায় তৈরি 'বোঝে না সে বোঝে না' ছবি প্রথম গান গেয়েছিলেন প্রশ্মিতা।

2 / 8
যে গান প্রশ্মিতা গেয়েছিলেন, তা হল 'সাজনা'। এই 'সাজনা' গানটি গেয়েই ছবির দুনিয়াতে প্লেব্যাকে হাতে খড়ি হয় প্রশ্মিতা। সেটা ছিল ২০১২ সাল।

যে গান প্রশ্মিতা গেয়েছিলেন, তা হল 'সাজনা'। এই 'সাজনা' গানটি গেয়েই ছবির দুনিয়াতে প্লেব্যাকে হাতে খড়ি হয় প্রশ্মিতা। সেটা ছিল ২০১২ সাল।

3 / 8
গানের দৃশ্যে ছিলেন আবির চট্টোপাধ্যায় এবং পায়েল সরকারের মতো দুই জনপ্রিয় অভিনেতা। তারপর থেকে রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতেই গান গেয়েছেন প্রশ্মিতা। রাজ পরিচালিত 'বরবাদ' ছবিতেও শোনা যায় প্রশ্মিতার গান। 'পারব না আমি ছাড়তে তো' এবং 'আসো না' গানটিও প্রশ্মিতারই গাওয়া।

গানের দৃশ্যে ছিলেন আবির চট্টোপাধ্যায় এবং পায়েল সরকারের মতো দুই জনপ্রিয় অভিনেতা। তারপর থেকে রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতেই গান গেয়েছেন প্রশ্মিতা। রাজ পরিচালিত 'বরবাদ' ছবিতেও শোনা যায় প্রশ্মিতার গান। 'পারব না আমি ছাড়তে তো' এবং 'আসো না' গানটিও প্রশ্মিতারই গাওয়া।

4 / 8
প্লেব্যাকে হিট কিছু গান গাওয়া সত্ত্বেও প্রশ্মিতার পরিচিতি ছিল কম। বাংলা ছবি 'শুধু তোমারই জন্য', 'বেলাশেষে'তেও গান গেয়েছিলেন প্রশ্মিতা। নিয়মিত ধারাবাহিকেও তাঁর গান শোনা যায়।

প্লেব্যাকে হিট কিছু গান গাওয়া সত্ত্বেও প্রশ্মিতার পরিচিতি ছিল কম। বাংলা ছবি 'শুধু তোমারই জন্য', 'বেলাশেষে'তেও গান গেয়েছিলেন প্রশ্মিতা। নিয়মিত ধারাবাহিকেও তাঁর গান শোনা যায়।

5 / 8
অনুপমের সঙ্গে প্রশ্মিতার বন্ধুত্ব অনেকদিন থেকেই। ২০২৩ সালে প্রথম জানা গিয়েছিল সেই বন্ধুত্বের কথা। সে সময় প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে আলাদা হয়ে গিয়েছিলেন অনুপম।

অনুপমের সঙ্গে প্রশ্মিতার বন্ধুত্ব অনেকদিন থেকেই। ২০২৩ সালে প্রথম জানা গিয়েছিল সেই বন্ধুত্বের কথা। সে সময় প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে আলাদা হয়ে গিয়েছিলেন অনুপম।

6 / 8
অনুপমের মতো প্রশ্মিতারও আগে একটা বিয়ে হয়েছিল। তিনি বিয়ে করেছিলেন শৌনক বিশ্বাসকে। তিনি পেশায় এক চিকিৎসক। সেই বিয়ে ভেঙে গিয়েছে। ডিভোর্স হয়েছে প্রশ্মিতারও।

অনুপমের মতো প্রশ্মিতারও আগে একটা বিয়ে হয়েছিল। তিনি বিয়ে করেছিলেন শৌনক বিশ্বাসকে। তিনি পেশায় এক চিকিৎসক। সেই বিয়ে ভেঙে গিয়েছে। ডিভোর্স হয়েছে প্রশ্মিতারও।

7 / 8
এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। নতুন সংসার পাতার পালা। প্রশ্মিতা-অনুপমকে TV9 বাংলার তরফ থেকে অনেক শুভেচ্ছা।

এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। নতুন সংসার পাতার পালা। প্রশ্মিতা-অনুপমকে TV9 বাংলার তরফ থেকে অনেক শুভেচ্ছা।

8 / 8