Pujoy Pulse: পুজোর পালস দিয়ে পুজো শুরু কৃষ্ণনগরে, রাজবাড়ি চত্বরে ট্যাবলো ঘিরে উৎসাহীদের নজরকাড়া ভিড়

Pujoy Pulse: কলকাতা থেকে পুজোয় পালস ট্যাবলোর সফর শুরু। বারাসত, ব্যারাকপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, মালদহ, রায়গঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, কাঁথি, হলদিয়া, খড়গপুর, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সর্বত্র ঘুরবে এই ট্যাবলো।

Sep 26, 2024 | 9:57 PM

1 / 5
পুজোয় পালস ট্যাবলো ঘুরছে রাজ্যজুড়ে। কলকাতা থেকে বিভিন্ন জেলা, ২২ জায়গায় ঘুরবে এই ট্যাবলো।

পুজোয় পালস ট্যাবলো ঘুরছে রাজ্যজুড়ে। কলকাতা থেকে বিভিন্ন জেলা, ২২ জায়গায় ঘুরবে এই ট্যাবলো।

2 / 5
পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলার যৌথ উদ্যোগে পুজোয় পালস ট্যাবলো পৌঁছে গিয়েছিল কৃষ্ণনগর রাজবাড়িতে।

পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলার যৌথ উদ্যোগে পুজোয় পালস ট্যাবলো পৌঁছে গিয়েছিল কৃষ্ণনগর রাজবাড়িতে।

3 / 5
পালসের নয়া স্বাদে দারুণ মজলেন সাধারণ মানুষ। তেঁতুলের টকের সঙ্গে সফ্ট চিউই গোলমোল ক্যান্ডি ইমলি।

পালসের নয়া স্বাদে দারুণ মজলেন সাধারণ মানুষ। তেঁতুলের টকের সঙ্গে সফ্ট চিউই গোলমোল ক্যান্ডি ইমলি।

4 / 5
 ট্যাবলো ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। এবার নতুন স্বাদ এনেছে পালস ক্যান্ডি। ইমলি গোলমোল। ১১ হাজার টাকার চেকও জেতার সুযোগ রয়েছে।

ট্যাবলো ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। এবার নতুন স্বাদ এনেছে পালস ক্যান্ডি। ইমলি গোলমোল। ১১ হাজার টাকার চেকও জেতার সুযোগ রয়েছে।

5 / 5
পালসের নতুন স্বাদের সঙ্গে  ব্র্যান্ড নিউ বাইক, এলইডি টিভি, মাইক্রোওয়েভ, জুসার মিক্সার জেতার সুযোগ থাকছে উৎসবের মরসুমে।

পালসের নতুন স্বাদের সঙ্গে ব্র্যান্ড নিউ বাইক, এলইডি টিভি, মাইক্রোওয়েভ, জুসার মিক্সার জেতার সুযোগ থাকছে উৎসবের মরসুমে।