সন্তানের সঙ্গে ‘অনৈতিক কাজ’! যে পাঁচ ঘটনায় কলুষিত হয় বলিউড

বলিউডে কত কী যে ঘটে। রোজ রটনা, প্রত্যহ গসিপ। তবে এরই মধ্যে কিছু ঘটনা নিয়ে আজও চলে ফিসফাস। নৈতিক নাকি অনৈতিক, সেই প্রশ্নই ফিরে ফিরে আসে। হয় নানা আলোচনা।

| Updated on: Jan 08, 2024 | 8:42 PM
 বলিউডে কত কী যে ঘটে। রোজ রটনা, প্রত্যহ গসিপ। তবে এরই মধ্যে কিছু ঘটনা নিয়ে আজও চলে ফিসফাস। নৈতিক নাকি অনৈতিক, সেই প্রশ্নই ফিরে ফিরে আসে। হয় নানা আলোচনা।

বলিউডে কত কী যে ঘটে। রোজ রটনা, প্রত্যহ গসিপ। তবে এরই মধ্যে কিছু ঘটনা নিয়ে আজও চলে ফিসফাস। নৈতিক নাকি অনৈতিক, সেই প্রশ্নই ফিরে ফিরে আসে। হয় নানা আলোচনা।

1 / 8
 এই যেমন মহেশ ভাট ও তাঁর প্রথম পক্ষের মেয়ে পূজা ভাটের সম্পর্ক নিয়ে আজও চলে আলোচনা। সেই বিখ্যাত ম্যাগাজিন শুট নিয়ে রটেছে কত নোংরা কথাও।

এই যেমন মহেশ ভাট ও তাঁর প্রথম পক্ষের মেয়ে পূজা ভাটের সম্পর্ক নিয়ে আজও চলে আলোচনা। সেই বিখ্যাত ম্যাগাজিন শুট নিয়ে রটেছে কত নোংরা কথাও।

2 / 8
মেয়েকে ঠোঁটে চুমু খেয়ে এক ম্যাগাজিনের কভার ফটো শুট করেছিলেন মহেশ! অসভ্যতার মাত্রা লঙ্ঘন হয়েছে-- নেটিজেনদের মত ছিল এমনটাই।

মেয়েকে ঠোঁটে চুমু খেয়ে এক ম্যাগাজিনের কভার ফটো শুট করেছিলেন মহেশ! অসভ্যতার মাত্রা লঙ্ঘন হয়েছে-- নেটিজেনদের মত ছিল এমনটাই।

3 / 8
 ২০০২ সালে অভিনেতা ফিরোজ খান ও তাঁর সন্তান ফারদিন খানের এক ছবি সামনে আসে। যে ছবিতে দেখা গিয়েছিল ছেলের ঠোঁটে চুমু খাচ্ছিলেন তিনি।

২০০২ সালে অভিনেতা ফিরোজ খান ও তাঁর সন্তান ফারদিন খানের এক ছবি সামনে আসে। যে ছবিতে দেখা গিয়েছিল ছেলের ঠোঁটে চুমু খাচ্ছিলেন তিনি।

4 / 8
সে সময় সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্ত ছিল না। তবে ওই ছবি নিয়ে কম জলঘোলা হয়নি। পরবর্তীতে সেই ছবি নিয়ে হয়েছিল নিন্দেও।

সে সময় সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্ত ছিল না। তবে ওই ছবি নিয়ে কম জলঘোলা হয়নি। পরবর্তীতে সেই ছবি নিয়ে হয়েছিল নিন্দেও।

5 / 8
 টেলিভিশন অভিনেত্রী ছবি মিত্তল তাঁর দুই সন্তানকে ঠোঁটে চুম্বন নিয়ে হয়েছিল সমালোচনা। অভিনেত্রী কিন্তু থেমে যাননি। ট্রোল্ড হওয়ায় আরও বেশি করে ওই ধরনের ছবি পোস্ট করেন।

টেলিভিশন অভিনেত্রী ছবি মিত্তল তাঁর দুই সন্তানকে ঠোঁটে চুম্বন নিয়ে হয়েছিল সমালোচনা। অভিনেত্রী কিন্তু থেমে যাননি। ট্রোল্ড হওয়ায় আরও বেশি করে ওই ধরনের ছবি পোস্ট করেন।

6 / 8
 ছাড় পাননি সারা আলি খান ও সইফ আলি খানও। সারার এক ছবি ভাইরাল হওয়ায় বাবার সঙ্গে নোংরা কথা বলে তাঁকে ও তামাম বলিউডকে করা হয়েছিল কলুষিত।

ছাড় পাননি সারা আলি খান ও সইফ আলি খানও। সারার এক ছবি ভাইরাল হওয়ায় বাবার সঙ্গে নোংরা কথা বলে তাঁকে ও তামাম বলিউডকে করা হয়েছিল কলুষিত।

7 / 8
তালিকায় সংযোজিত হয়েছিল আরও এক নাম। তিনি শ্বেতা তিওয়ারি। ছেলেকে স্নেহের চুম্বন দিয়েছিলেন শ্বেতা। কিন্তু রটেছিল নানা নোংরা রটনা।

তালিকায় সংযোজিত হয়েছিল আরও এক নাম। তিনি শ্বেতা তিওয়ারি। ছেলেকে স্নেহের চুম্বন দিয়েছিলেন শ্বেতা। কিন্তু রটেছিল নানা নোংরা রটনা।

8 / 8
Follow Us: