AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বচ্চন পরিবারের বিপুল সম্পত্তি, অমিতাভ, ঐশ্বর্য, অভিষেক, জয়ার মিলিত আয় কত জানেন?

Bachchan Family Assets: ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের মোট সম্পত্তির চারগুন বেশি সম্পত্তি হল জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের। যদি বচ্চন পরিবারের টাকা তিনি না নেন, সেক্ষেত্রে কত কোটি থাকবে ঐশ্বর্যের কাছে?

| Updated on: Mar 17, 2024 | 9:33 AM
Share
বলিউডের তারকাদের সম্পত্তি কার কত, তা নিয়ে চিরকালই কৌতূহল থাকে আমজনতার মনে। বচ্চন পরিবারের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁদের মধ্যে কে সবচেয়ে ধনী, কার খাতে সবচেয়ে কম রোজগার, জানা গেল সম্প্রতি।

বলিউডের তারকাদের সম্পত্তি কার কত, তা নিয়ে চিরকালই কৌতূহল থাকে আমজনতার মনে। বচ্চন পরিবারের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁদের মধ্যে কে সবচেয়ে ধনী, কার খাতে সবচেয়ে কম রোজগার, জানা গেল সম্প্রতি।

1 / 8
অমিতাভ বচ্চন–৩১১০ কোটি টাকা: এ বছর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল ৩১৬০ কোটি টাকা। ৫০ কোটি টাকার প্রতীক্ষা তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে।

অমিতাভ বচ্চন–৩১১০ কোটি টাকা: এ বছর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল ৩১৬০ কোটি টাকা। ৫০ কোটি টাকার প্রতীক্ষা তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে।

2 / 8
জয়া বচ্চন–১০৮৩ কোটি টাকা: রাজ্য সভায় মনোনয়ন জমা দেওয়ার আগে সম্পত্তির তালিকায় ১০০০ কোটি টাকা লিখেছিলেন জয়া। কিন্তু সেটা ২০১৮ সালের কথা। ৫ বছরে সম্পত্তির হিসেবে বেড়েছে।

জয়া বচ্চন–১০৮৩ কোটি টাকা: রাজ্য সভায় মনোনয়ন জমা দেওয়ার আগে সম্পত্তির তালিকায় ১০০০ কোটি টাকা লিখেছিলেন জয়া। কিন্তু সেটা ২০১৮ সালের কথা। ৫ বছরে সম্পত্তির হিসেবে বেড়েছে।

3 / 8
ঐশ্বর্য রাই বচ্চন–৮২৮ কোটি টাকা: তাঁর ননদ শ্বেতা বচ্চন নন্দার থেকে প্রায় ৫৯০ শতাংশ বেশি সম্পত্তির মালিক ঐশ্বর্য রাই বচ্চন। মণিরত্নমের 'পোন্নিইন সেলভান' ছবিতে অভিনয় করার পর সম্পত্তি বেড়েছে বিশ্বসুন্দরীর। পারিশ্রমিকও বেড়েছে তাঁর।

ঐশ্বর্য রাই বচ্চন–৮২৮ কোটি টাকা: তাঁর ননদ শ্বেতা বচ্চন নন্দার থেকে প্রায় ৫৯০ শতাংশ বেশি সম্পত্তির মালিক ঐশ্বর্য রাই বচ্চন। মণিরত্নমের 'পোন্নিইন সেলভান' ছবিতে অভিনয় করার পর সম্পত্তি বেড়েছে বিশ্বসুন্দরীর। পারিশ্রমিকও বেড়েছে তাঁর।

4 / 8
শ্বেতা বচ্চন নন্দা–১১০ কোটি টাকা: দীপাবলির দিন তাঁর বাবা অমিতাভ বচ্চন ৫০ কোটি টাকার সম্পত্তি উপহার দিয়েছেন শ্বেতাকে। কিন্তু তাতেও তাঁর সম্পত্তি বাড়েনি।

শ্বেতা বচ্চন নন্দা–১১০ কোটি টাকা: দীপাবলির দিন তাঁর বাবা অমিতাভ বচ্চন ৫০ কোটি টাকার সম্পত্তি উপহার দিয়েছেন শ্বেতাকে। কিন্তু তাতেও তাঁর সম্পত্তি বাড়েনি।

5 / 8
বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা তুঙ্গে। আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। দিন দিন নাকি দূরত্ব বাড়ছে তাঁদের।

বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা তুঙ্গে। আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। দিন দিন নাকি দূরত্ব বাড়ছে তাঁদের।

6 / 8
বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চন নাকি থাকছেন না আর বচ্চন পরিবারে। যদিও তাঁরা নাকি এই দূরত্বের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না।

বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চন নাকি থাকছেন না আর বচ্চন পরিবারে। যদিও তাঁরা নাকি এই দূরত্বের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না।

7 / 8
২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ৭৭৬ কোটি টাকা। ঐশ্বর্য ছবি করে একচা সময় মোটা টাকা আয় করেছেন। ছবির জগত থেকে এখন তিনি বেশ কিছুটা দূরে।

২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ৭৭৬ কোটি টাকা। ঐশ্বর্য ছবি করে একচা সময় মোটা টাকা আয় করেছেন। ছবির জগত থেকে এখন তিনি বেশ কিছুটা দূরে।

8 / 8