Tollywood Gossip: ঠোঁটে ঠোঁট, দুর্নিবারকে জড়িয়ে মোহর করলেন প্রেমের ইজহার
Tollywood Gossip: বিয়ের পার হয়েছে বেশ কয়েক মাস। তবু দুর্নিবার সাহা ও মোহর সেনকে নিয়ে ট্রোলিং থামেনি। তাতে থোড়াই কেয়ার তাঁদের। তপ্ত দিনে ভালবাসায় মজলেন তাঁরা।
ঠোঁটে ঠোঁট, উথলে উঠছে প্রেম। ব্যাকগ্রাউন্ডে ভেসে চলেছে রোম্যান্টিক গান। এমনই এক ভিডিয়ো শেয়ার করেছেন মোহর।