AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পেটে সন্তান নিয়েই এই কাজ চালাচ্ছিলেন ঐশ্বর্য, খবর কানে আসতেই অমিতাভ…

Aishwarya Pregnancy: অনেকে যেমন তাঁর অভিনয়, রূপের প্রশংসা করেন, তেমনই আবার এমন অনেকেই রয়েছনে যাঁরা এক কথায় তাঁর নামে বিরক্ত প্রকাশ করতে দুবার ভাবেন না। সেই তালিকায় থাকা অন্যতম নাম হল পরিচালক মধুর ভান্ডারকর।

| Updated on: May 06, 2024 | 4:03 PM
Share
ঐশ্বর্য রাই বচ্চন। একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। কখনও ব্যক্তিজীবন কখনও আবার তাঁর কর্ম জীবন নিয়ে বারবার চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তালিকা থেকে বিতর্কও কম উঠে আসতে দেখা যায়নি।

ঐশ্বর্য রাই বচ্চন। একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। কখনও ব্যক্তিজীবন কখনও আবার তাঁর কর্ম জীবন নিয়ে বারবার চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তালিকা থেকে বিতর্কও কম উঠে আসতে দেখা যায়নি।

1 / 8
অনেকে যেমন তাঁর অভিনয়, রূপের প্রশংসা করেন, তেমনই আবার এমন অনেকেই রয়েছনে যাঁরা এক কথায় তাঁর নামে বিরক্ত প্রকাশ করতে দুবার ভাবেন না। সেই তালিকায় থাকা অন্যতম নাম হল পরিচালক মধুর ভান্ডারকর।

অনেকে যেমন তাঁর অভিনয়, রূপের প্রশংসা করেন, তেমনই আবার এমন অনেকেই রয়েছনে যাঁরা এক কথায় তাঁর নামে বিরক্ত প্রকাশ করতে দুবার ভাবেন না। সেই তালিকায় থাকা অন্যতম নাম হল পরিচালক মধুর ভান্ডারকর।

2 / 8
একবার ঐশ্বর্যের সঙ্গে তিনি একটি ছবি করার সিদ্ধন্ত নিয়েছিলেন। সব কথা এগিয়ে গিয়েছিল। ঐশ্বর্য রাই বচ্চন তখন বিবাহিত। ঐশ্বর্যের বক্স অফিস দরও বিশাল। তাঁকে নিয়ে ছবি করা মানেই বেশ বড় প্রজেক্ট। মধুর ভান্ডারকর ছবির কাজ শুরু করে দেন।

একবার ঐশ্বর্যের সঙ্গে তিনি একটি ছবি করার সিদ্ধন্ত নিয়েছিলেন। সব কথা এগিয়ে গিয়েছিল। ঐশ্বর্য রাই বচ্চন তখন বিবাহিত। ঐশ্বর্যের বক্স অফিস দরও বিশাল। তাঁকে নিয়ে ছবি করা মানেই বেশ বড় প্রজেক্ট। মধুর ভান্ডারকর ছবির কাজ শুরু করে দেন।

3 / 8
সবটাই চলছিল ভীষণ যত্নের সঙ্গে। হঠাৎই পরিচালকের মাথায় বাজ পড়ে। খবরের চ্যানেল থেকে তিনি জানতে পারেন ঐশ্বর্য রাই বচ্চনের চার মাস চলছে। অর্থাৎ তিনি চারমাসের অন্তঃসত্ত্বা। পরিচালকের মাথায় হাত। তিনি কিছুই জানতেন না। যার ফলে শুরু হয় নানা বচসা। কটাক্ষের শিকার হতে হয় ঐশ্বর্যকে।

সবটাই চলছিল ভীষণ যত্নের সঙ্গে। হঠাৎই পরিচালকের মাথায় বাজ পড়ে। খবরের চ্যানেল থেকে তিনি জানতে পারেন ঐশ্বর্য রাই বচ্চনের চার মাস চলছে। অর্থাৎ তিনি চারমাসের অন্তঃসত্ত্বা। পরিচালকের মাথায় হাত। তিনি কিছুই জানতেন না। যার ফলে শুরু হয় নানা বচসা। কটাক্ষের শিকার হতে হয় ঐশ্বর্যকে।

4 / 8
সেই সময় পুত্রবধূর পাশে দাঁড়ান অমিতাভ বচ্চন। তিনি ঐশ্বর্যকে সাপোর্ট করে বলেন, ”সকলেই জানেন ঐশ্বর্য রাই বচ্চন বিবাহিত। তিনি যখন ছবি সই করেছেন তখনও সেটা জানা ছিল। আপনি বলতে চাইছেন অভিনেত্রীরা বিয়ে করবেন না, সন্তান নেবেন না? আমার মনে হয় না, এটা কোনও কন্ট্র্যাক্টেরই পার্ট হতে পারে। একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকলে সন্তান নেওয়া যাবে না?”

সেই সময় পুত্রবধূর পাশে দাঁড়ান অমিতাভ বচ্চন। তিনি ঐশ্বর্যকে সাপোর্ট করে বলেন, ”সকলেই জানেন ঐশ্বর্য রাই বচ্চন বিবাহিত। তিনি যখন ছবি সই করেছেন তখনও সেটা জানা ছিল। আপনি বলতে চাইছেন অভিনেত্রীরা বিয়ে করবেন না, সন্তান নেবেন না? আমার মনে হয় না, এটা কোনও কন্ট্র্যাক্টেরই পার্ট হতে পারে। একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকলে সন্তান নেওয়া যাবে না?”

5 / 8
যদিও মধুর ভাণ্ডারকর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সেই সময় সত্যি তিনি বিপদে পড়েছিলেন। কীভাবে সবটা সামলাবেন বুঝতে পারছিলেন না।

যদিও মধুর ভাণ্ডারকর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সেই সময় সত্যি তিনি বিপদে পড়েছিলেন। কীভাবে সবটা সামলাবেন বুঝতে পারছিলেন না।

6 / 8
টিমের সদস্যদের সঙ্গে দেখা করার সাহস হচ্ছিল না তাঁর। তাঁর মনে হয়েছিল এত মানুষের রোজগার এর সঙ্গে যুক্ত, তিনি নিজে সাড়ে তিন বছর ধরে এই ছবির জন্য খেটেছেন।

টিমের সদস্যদের সঙ্গে দেখা করার সাহস হচ্ছিল না তাঁর। তাঁর মনে হয়েছিল এত মানুষের রোজগার এর সঙ্গে যুক্ত, তিনি নিজে সাড়ে তিন বছর ধরে এই ছবির জন্য খেটেছেন।

7 / 8
অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি। জানেন কোন ছবির কথা হচ্ছে? হিরোইন, যেখানে পরবর্তীতে করিনা কাপুরকে অভিনয় করতে দেখা যায়। ছবি থেকে বাদ পড়েন ঐশ্বর্য।

অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি। জানেন কোন ছবির কথা হচ্ছে? হিরোইন, যেখানে পরবর্তীতে করিনা কাপুরকে অভিনয় করতে দেখা যায়। ছবি থেকে বাদ পড়েন ঐশ্বর্য।

8 / 8