AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হঠাৎ এমন কী হয়? বাড়ির সমস্ত নগদ টাকায় আগুন ধরিয়ে দেন সলমন

Bollywood Gossip: যদিও সলমন খানের পক্ষে সবই সম্ভব। এমনটা মত হয়তো অনেকেই মনে করছেন, তবে বাস্তবটা এমন নয়। কালো টাকা, কিংবা বাড়িতে জমানো অসৎ উপায় অর্জিত টাকা এটা নয়। তবে এমন কী হল?

| Updated on: Apr 04, 2024 | 9:46 AM
টাকায় আগুন, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি, আর যা ঘটিয়েছিলেন খোদ সলমন খান। নিজেই জ্বালিয়ে দিয়েছিলেন টাকা। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তিনি!

টাকায় আগুন, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি, আর যা ঘটিয়েছিলেন খোদ সলমন খান। নিজেই জ্বালিয়ে দিয়েছিলেন টাকা। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তিনি!

1 / 8
যদিও সলমন খানের পক্ষে সবই সম্ভব। এমনটা মত হয়তো অনেকেই পোষণ করছেন, তবে বাস্তবটা এমন নয়। কারণ সেই সময় সলমন খান ছিলেন নেহাতই ছোট।

যদিও সলমন খানের পক্ষে সবই সম্ভব। এমনটা মত হয়তো অনেকেই পোষণ করছেন, তবে বাস্তবটা এমন নয়। কারণ সেই সময় সলমন খান ছিলেন নেহাতই ছোট।

2 / 8
ফলে এমন ভাবার কোনও কারণই নেই যে কালো টাকা, কিংবা কোনও খারাপ পথে উপার্জনের টাকা। কারণ সলমন খান রীতিমতো কর দিয়ে থাকেন।

ফলে এমন ভাবার কোনও কারণই নেই যে কালো টাকা, কিংবা কোনও খারাপ পথে উপার্জনের টাকা। কারণ সলমন খান রীতিমতো কর দিয়ে থাকেন।

3 / 8
তাঁর আয়ের মাত্র ১০ শতাংশ থাকে নিজের জন্যে বাকিটা সবটাই চলে যায় তাঁর চ্যারিটি বিইং হিউম্যানে। আর সাধারণের সেবায়। তবে কী এমন ঘটে, যার জন্য এমনটা করেন ভাইজান।

তাঁর আয়ের মাত্র ১০ শতাংশ থাকে নিজের জন্যে বাকিটা সবটাই চলে যায় তাঁর চ্যারিটি বিইং হিউম্যানে। আর সাধারণের সেবায়। তবে কী এমন ঘটে, যার জন্য এমনটা করেন ভাইজান।

4 / 8
কী করেছিলেন ভাইজান! দিওয়ালির সময় বাজি ফাটাচ্ছিলেন তিনি। আর ঠিক সেই মুহূর্তেই বাজি শেষ হয়ে যাওয়ার করণে তাঁরা ভাই বোনেরা মিলে জ্বালাতে শুরু করেন কাগজ।

কী করেছিলেন ভাইজান! দিওয়ালির সময় বাজি ফাটাচ্ছিলেন তিনি। আর ঠিক সেই মুহূর্তেই বাজি শেষ হয়ে যাওয়ার করণে তাঁরা ভাই বোনেরা মিলে জ্বালাতে শুরু করেন কাগজ।

5 / 8
কাগজও যখন শেষ হয়ে যায় তখন না বুঝেই বাবার টাকা বার করে নিয়ে তা জ্বালাতে থাকেন। এরপরই শুরু হয়ে যায় খেলা, বিষয়টা চোখে পড়ে সেলিমের। টাকায় জ্বলছে আগুন!

কাগজও যখন শেষ হয়ে যায় তখন না বুঝেই বাবার টাকা বার করে নিয়ে তা জ্বালাতে থাকেন। এরপরই শুরু হয়ে যায় খেলা, বিষয়টা চোখে পড়ে সেলিমের। টাকায় জ্বলছে আগুন!

6 / 8
না, তিনি তৎক্ষণাৎ মেজাজ হারিয়ে শাসন করতে শুরু করেননি। বরং উল্টোটায় ঘটে। তিনি কাছে টেনে নিয়েছিলেন সলমন খানকে।

না, তিনি তৎক্ষণাৎ মেজাজ হারিয়ে শাসন করতে শুরু করেননি। বরং উল্টোটায় ঘটে। তিনি কাছে টেনে নিয়েছিলেন সলমন খানকে।

7 / 8
বুঝিয়েছিলেন, কেন এমনভাবে টাকা নষ্ট করতে নেই। টাকার মূল্য ঠিক কতটা! তবে থেকেই সলমন খান বাবার বলা একটা কথাও ভোলেননি। মনে রেখেছেন, আর সেই কারণেই টাকার তিনি এতটা যত্ন নিয়ে থাকেন।

বুঝিয়েছিলেন, কেন এমনভাবে টাকা নষ্ট করতে নেই। টাকার মূল্য ঠিক কতটা! তবে থেকেই সলমন খান বাবার বলা একটা কথাও ভোলেননি। মনে রেখেছেন, আর সেই কারণেই টাকার তিনি এতটা যত্ন নিয়ে থাকেন।

8 / 8
Follow Us: