Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করণের চাপে শরীরে বদল আনতে বাধ্য হচ্ছেন সলমন, কী এমন ঘটল

Salman-Karan: করণের সঙ্গে জোট বাঁধতেই পাল্টে যাচ্ছেন সলমন খান, তবে হঠাৎ এমন কী হল তাঁর সঙ্গে, যা নিয়ে বেজায় চাপে ভাইজান। প্রকাশ্যে অন্দরমহলের খবর...

| Updated on: Jan 04, 2024 | 5:22 PM
বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছিল বলিপাড়ায় নয়া খবর। এবার করণ জোহরের সঙ্গে জোট বাঁধতে চলেছেন সুপারস্টার সলমন খান। ছবির নাম প্রকাশ্যে এসেছে আগেই।

বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছিল বলিপাড়ায় নয়া খবর। এবার করণ জোহরের সঙ্গে জোট বাঁধতে চলেছেন সুপারস্টার সলমন খান। ছবির নাম প্রকাশ্যে এসেছে আগেই।

1 / 8
২০২৩ সালের ২৯ ডিসেম্বর ছবির শুভমহরৎ হয়ে যায়। সলমন খান এখন তাঁর আগামী ছবির কাজ নিয়েই ব্যস্ত। ভাইজানের শেষ মুক্তি প্রাপ্ত ছবি টাইগার থ্রি।

২০২৩ সালের ২৯ ডিসেম্বর ছবির শুভমহরৎ হয়ে যায়। সলমন খান এখন তাঁর আগামী ছবির কাজ নিয়েই ব্যস্ত। ভাইজানের শেষ মুক্তি প্রাপ্ত ছবি টাইগার থ্রি।

2 / 8
তা বক্স অফিসে ভাল ফল করলেও শাহরুখের সাফল্যকে স্পর্শ করতে পারেনি। তবে এবার তাঁর লক্ষ্যে বড় প্রজেক্ট। যেখানে সম্পূর্ণ ভোল বদল করে ধরা দিতে চলেছেন সলমন খান।

তা বক্স অফিসে ভাল ফল করলেও শাহরুখের সাফল্যকে স্পর্শ করতে পারেনি। তবে এবার তাঁর লক্ষ্যে বড় প্রজেক্ট। যেখানে সম্পূর্ণ ভোল বদল করে ধরা দিতে চলেছেন সলমন খান।

3 / 8
ছবির জন্য খুব একটা নিজেকে পরিবর্তন করতে দেখা যায়নি ভাইজানকে। ফিটনেসে সর্বদা নজর থাকলেও, তিনি এবার পড়েছেন বেজায় চাপে।

ছবির জন্য খুব একটা নিজেকে পরিবর্তন করতে দেখা যায়নি ভাইজানকে। ফিটনেসে সর্বদা নজর থাকলেও, তিনি এবার পড়েছেন বেজায় চাপে।

4 / 8
কারণ তিনি যে চরিত্রে অভিনয় করছেন, তা হল ব্রিগেডিয়ার ফারুক বুলসারা। মলদ্বীপের উত্থানের সঙ্গে যাঁর ভূমিকা অতঃপ্রতভাবে জড়িয়ে।

কারণ তিনি যে চরিত্রে অভিনয় করছেন, তা হল ব্রিগেডিয়ার ফারুক বুলসারা। মলদ্বীপের উত্থানের সঙ্গে যাঁর ভূমিকা অতঃপ্রতভাবে জড়িয়ে।

5 / 8
ছবির নাম দ্য বুল। ফেব্রুয়ারি মাসে শুরু ছবির শুটিং। তার জন্যই এবার জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন সলমন খান। শরীরচর্চা করছেন দিনে সাড়ে তিন ঘণ্টা।

ছবির নাম দ্য বুল। ফেব্রুয়ারি মাসে শুরু ছবির শুটিং। তার জন্যই এবার জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন সলমন খান। শরীরচর্চা করছেন দিনে সাড়ে তিন ঘণ্টা।

6 / 8
পাল্টে ফেলেছেন নিজের ডায়েট। পাশাপাশি শরীরের গঠনেও দিয়েছেন নজর। কারণ ব্রিগেডিয়ারের পোস্টে অভিনয় করতে শরীর হতে হবে মানানসই।

পাল্টে ফেলেছেন নিজের ডায়েট। পাশাপাশি শরীরের গঠনেও দিয়েছেন নজর। কারণ ব্রিগেডিয়ারের পোস্টে অভিনয় করতে শরীর হতে হবে মানানসই।

7 / 8
ধর্ম প্রযোজনা সংস্থার ব্যানারে তিনি অভিনয় করছেন। পরিচালনায় থাকছেন বিষ্ণু বর্ধন। ছবির কাজ শুরু হতে আর মাত্র একমাসের অপেক্ষা।

ধর্ম প্রযোজনা সংস্থার ব্যানারে তিনি অভিনয় করছেন। পরিচালনায় থাকছেন বিষ্ণু বর্ধন। ছবির কাজ শুরু হতে আর মাত্র একমাসের অপেক্ষা।

8 / 8
Follow Us: