TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 18, 2022 | 2:51 PM
সুরজ নাম্বিয়া-মৌনি রায়- সুরজ ও মৌনি সাত পাকে বাঁধা পরার পর এটাই তাঁদের প্রথম হোলি, রঙিন উৎসবে মেতে এবার সকলের নজরে ঝড় তুললেন এই সেলেব দম্পতি।
পত্রলেখা-রাজকুমার- দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পত্রলেখা ও রাজকুমার।
অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন- অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, বিয়ের পর প্রথম দোলে শুটিং সেটেই সেলিব্রেশনে মাতলেন তাঁরা।
ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল- ক্যাট ভিকি ব্যস্ততার মধ্যেই একসঙ্গেই কাটালেন এই বিশেষ দিন।
ইয়ামি গৌতম-আদিত্য ধর- ইয়ামি গৌতম ও আদিত্য ধর, এক কথায় বলতে গেলে সকলের প্রিয় জুটি। রঙের দিন রঙিন হাতে পোজ দিলেন তাঁরা।
লভরঞ্জণ-আলিশা বেদ- লভরঞ্জণ আর আলিশা, বিয়ের পর এটা তাঁদেরও প্রথম সেলিব্রেশন।
ফারহান আখতর-শিবানী দান্ডেকর- সদ্য বিয়ে সেরেছে ফারহান ও শিবানী, বিয়ের পর এটাই তাঁদের প্রথম হোলি।