AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Photo: প্লেবয় ম্যাগাজিনে টপলেস হলেন রাজকন্যা, ছবি দেখলে মাথা ঘুরে যাবে…

Princess Xenia Florence Gabriela Sophie Iris of Saxony: জেনিয়ার সঙ্গে রাজ পরিবারের সম্পর্ক কোনওদিনই খুব একটা মধুর নয়। ২০১১ সালে 'জেনিয়া: দ্য লাইফ অব অ্যা প্রিন্সেস ইন দ্য 21st সেঞ্চুরি' নামে বায়োগ্রাফি সামনে আনলে 'হাউজ অব দ্য ওয়েটিন' তার গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়ে দেয়। জেনিয়া কিছুই নন, তাঁর বায়োগ্রাফি থাকতে পারে না বলে দাবি করেন, রাজবংশের বর্তমান প্রধান মারিয়া ইমানুয়েল।

| Updated on: Feb 10, 2024 | 8:45 AM
Share
রাজকুমারী শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে ভারী পোশাক, বহুমূল্যের গয়নায় শোভিত কোনও সুন্দরীর মুখ। এই প্রথমবার কোনও রাজকুমারী টপলেস হয়ে ফটোশুট করলেন। ছবি সৌজন্যে Instagram

রাজকুমারী শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে ভারী পোশাক, বহুমূল্যের গয়নায় শোভিত কোনও সুন্দরীর মুখ। এই প্রথমবার কোনও রাজকুমারী টপলেস হয়ে ফটোশুট করলেন। ছবি সৌজন্যে Instagram

1 / 8
প্লেবয় ম্যাগাজিনের জন্য শরীর থেকে অনায়াসে পোশাক সরিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন ৩৭ বছর বয়সি জেনিয়া ফ্লোরেন্স গ্যাব্রিয়েলা সোফি আইরিস, প্রিন্সেস অব স্যাক্সনি। ছবি সৌজন্যে Instagram

প্লেবয় ম্যাগাজিনের জন্য শরীর থেকে অনায়াসে পোশাক সরিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন ৩৭ বছর বয়সি জেনিয়া ফ্লোরেন্স গ্যাব্রিয়েলা সোফি আইরিস, প্রিন্সেস অব স্যাক্সনি। ছবি সৌজন্যে Instagram

2 / 8
ম্যাগাজিনের লোকাল সংস্করণের প্রচ্ছদে জার্মানির রাজকুমারীর টপলেস ছবিটি প্রকাশিত হয়েছে। জার্মান ম্যাগাজিন বিল্ড-কে রাজকুমারী জানান, প্রত্যেক নারীই নিজের মতো করে সুন্দর। ছবি সৌজন্যে Instagram

ম্যাগাজিনের লোকাল সংস্করণের প্রচ্ছদে জার্মানির রাজকুমারীর টপলেস ছবিটি প্রকাশিত হয়েছে। জার্মান ম্যাগাজিন বিল্ড-কে রাজকুমারী জানান, প্রত্যেক নারীই নিজের মতো করে সুন্দর। ছবি সৌজন্যে Instagram

3 / 8
বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, প্রপিতামহ ফ্রেডরিক অগাস্ট থ্রি ছিলেন স্যাক্সনির শেষ রাজা। ১৯৩২ সালে মারা যান তিনি। রাজকুমারীর কথায়, ফ্রেডরিক অগাস্ট থ্রি বেঁচে থাকলে তাঁর এই পদক্ষেপকে সমর্থনই জানাতেন। কারণ, তিনি খুব খোলা মনের মানুষ ছিলেন বলেই জানান জেনিয়া। ছবি সৌজন্যে Instagram

বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, প্রপিতামহ ফ্রেডরিক অগাস্ট থ্রি ছিলেন স্যাক্সনির শেষ রাজা। ১৯৩২ সালে মারা যান তিনি। রাজকুমারীর কথায়, ফ্রেডরিক অগাস্ট থ্রি বেঁচে থাকলে তাঁর এই পদক্ষেপকে সমর্থনই জানাতেন। কারণ, তিনি খুব খোলা মনের মানুষ ছিলেন বলেই জানান জেনিয়া। ছবি সৌজন্যে Instagram

4 / 8
তবে দাদু থাকলে এ কাজে অনুমোদন দিলেও, পরিবারের অন্য কোনও সদস্য যে তা মানবেন না বলেই মনে করেন রাজকুমারী। পরিবারের কেউ এই ম্যাগাজিনের একটা কপি কিনলেও তিনি অবাক হবেন বলেও জানান। ছবি সৌজন্যে Instagram

তবে দাদু থাকলে এ কাজে অনুমোদন দিলেও, পরিবারের অন্য কোনও সদস্য যে তা মানবেন না বলেই মনে করেন রাজকুমারী। পরিবারের কেউ এই ম্যাগাজিনের একটা কপি কিনলেও তিনি অবাক হবেন বলেও জানান। ছবি সৌজন্যে Instagram

5 / 8
 এক সময় রাজকুমারী হওয়ার কারণে বন্ধুদের নানা কৌতূহলী প্রশ্নের মুখে পড়তে হত জেনিয়া ফ্লোরেন্স গ্যাব্রিয়েলা সোফি আইরিসকে। মেয়ে বন্ধুরা জানতে চাইতেন, গল্পের রাজকুমারীদের মতই তাঁরও দাসী রয়েছেন কি না। ছবি সৌজন্যে Instagram

এক সময় রাজকুমারী হওয়ার কারণে বন্ধুদের নানা কৌতূহলী প্রশ্নের মুখে পড়তে হত জেনিয়া ফ্লোরেন্স গ্যাব্রিয়েলা সোফি আইরিসকে। মেয়ে বন্ধুরা জানতে চাইতেন, গল্পের রাজকুমারীদের মতই তাঁরও দাসী রয়েছেন কি না। ছবি সৌজন্যে Instagram

6 / 8
এমনকী তাঁর ছেলে বন্ধুরা তাঁকে বিয়ে করে রাজ পরিবারের সদস্য হওয়ারও প্রস্তাব দিতেন। সে সময় কিছুটা বিরক্ত হলেও এখন ওয়েটিনের হাজার বছরের পুরনো রাজ পরিবারের সদস্য হিসাবে তাঁর ভালই লাগে। ছবি সৌজন্যে Instagram

এমনকী তাঁর ছেলে বন্ধুরা তাঁকে বিয়ে করে রাজ পরিবারের সদস্য হওয়ারও প্রস্তাব দিতেন। সে সময় কিছুটা বিরক্ত হলেও এখন ওয়েটিনের হাজার বছরের পুরনো রাজ পরিবারের সদস্য হিসাবে তাঁর ভালই লাগে। ছবি সৌজন্যে Instagram

7 / 8
'ডাই বার্গ', 'সামার হাউজ অব দ্য স্টারস', 'ব্যাটেল অব দ্য রিয়ালিটি স্টারস'-এর মতো রিয়ালিটি শোয়ে অংশও নিয়েছেন তিনি। বিল্ডকে রাজকুমারী জানান, রিয়েলকেই রিয়ালিটি টিভিতে ফেরাতে চান। একইসঙ্গে বাস্তবে তিনি কী তাও তুলে ধরতে চান সকলের সামনে। ছবি সৌজন্যে Instagram

'ডাই বার্গ', 'সামার হাউজ অব দ্য স্টারস', 'ব্যাটেল অব দ্য রিয়ালিটি স্টারস'-এর মতো রিয়ালিটি শোয়ে অংশও নিয়েছেন তিনি। বিল্ডকে রাজকুমারী জানান, রিয়েলকেই রিয়ালিটি টিভিতে ফেরাতে চান। একইসঙ্গে বাস্তবে তিনি কী তাও তুলে ধরতে চান সকলের সামনে। ছবি সৌজন্যে Instagram

8 / 8