RCB, IPL 2025 Champion: ১৮=১৮ বিরাট কোহলির বৃত্ত পূরণ! IPL জয়ী আরসিবির জন্য বিশেষ আয়োজন

IPL 2025 Winner RCB: দেখতে দেখতে আইপিএলের ১৮তম মরসুমে এসে আরসিবির স্বপ্নপূরণ হল। ১৮ নম্বর জার্সির মালিকের জন্যই যেন অপেক্ষায় ছিল ১৮তম আইপিএল ট্রফি। বেঙ্গালুরু প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এ বার তাই চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ আয়োজন।

Jun 04, 2025 | 1:28 PM

1 / 8
১৮=১৮ যেন মিলেমিশে এক হয়েছে। কেন বলা হচ্ছে এমনটা? কারণ, ১৮তম আইপিএল ট্রফি হাতে তুলে তৃপ্তির হাসি ফুটেছে ১৮ নম্বর জার্সির মালিক বিরাট কোহলির মুখে।

১৮=১৮ যেন মিলেমিশে এক হয়েছে। কেন বলা হচ্ছে এমনটা? কারণ, ১৮তম আইপিএল ট্রফি হাতে তুলে তৃপ্তির হাসি ফুটেছে ১৮ নম্বর জার্সির মালিক বিরাট কোহলির মুখে।

2 / 8
৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ও পঞ্জাব কিংস। সেখানে ৬ রানে আরসিবি জিতে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।

৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ও পঞ্জাব কিংস। সেখানে ৬ রানে আরসিবি জিতে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।

3 / 8
কোন পথে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি? তা বলতে গেলে ফিরতে হয় গ্রুপ পর্বে। সেখানে পয়েন্ট টেবলের সেকেন্ড বয় হয়ে ফাইনালের টিকিট পেয়েছিল আরসিবি।

কোন পথে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি? তা বলতে গেলে ফিরতে হয় গ্রুপ পর্বে। সেখানে পয়েন্ট টেবলের সেকেন্ড বয় হয়ে ফাইনালের টিকিট পেয়েছিল আরসিবি।

4 / 8
গ্রুপ লিগে ১৪টি ম্যাচ খেলে আরসিবি জিতেছিল ৯টি, আর ৪টি ম্যাচে বেঙ্গালুরুকে হারের মুখ দেখতে হয়েছিল। সেই ২২ মার্চ, ২০২৫ কেকেআরকে ইডেনে হারিয়ে মরসুম শুরু করেছিল আরসিবি।

গ্রুপ লিগে ১৪টি ম্যাচ খেলে আরসিবি জিতেছিল ৯টি, আর ৪টি ম্যাচে বেঙ্গালুরুকে হারের মুখ দেখতে হয়েছিল। সেই ২২ মার্চ, ২০২৫ কেকেআরকে ইডেনে হারিয়ে মরসুম শুরু করেছিল আরসিবি।

5 / 8
জয় দিয়ে শুরু, জয় দিয়েই মরসুম শেষ করল বেঙ্গালুরু। পঞ্জাবকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হারানোর সুবাদে আরসিবি প্রথম বার আইপিএল ট্রফি ঘরে তুলল।

জয় দিয়ে শুরু, জয় দিয়েই মরসুম শেষ করল বেঙ্গালুরু। পঞ্জাবকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হারানোর সুবাদে আরসিবি প্রথম বার আইপিএল ট্রফি ঘরে তুলল।

6 / 8
জানা গিয়েছে যে আজ, বুধবার কর্নাটকে ফিরবে আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্যরা। সেখান থেকে বিধান সৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে দলের সদস্যদের সাক্ষাৎ করার কথা শোনা গিয়েছে।

জানা গিয়েছে যে আজ, বুধবার কর্নাটকে ফিরবে আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্যরা। সেখান থেকে বিধান সৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে দলের সদস্যদের সাক্ষাৎ করার কথা শোনা গিয়েছে।

7 / 8
তারপর সেখান থেকে বিজয় শোভাযাত্রা করে চিন্নাস্বামী স্টেডিয়ামে যাওয়ার কথা বিরাট কোহলিদের। খুব সম্ভবত হুডখোলা বাসে করে ট্রফি হাতে নিয়ে ঘুরবেন আরসিবির ক্রিকেটাররা।

তারপর সেখান থেকে বিজয় শোভাযাত্রা করে চিন্নাস্বামী স্টেডিয়ামে যাওয়ার কথা বিরাট কোহলিদের। খুব সম্ভবত হুডখোলা বাসে করে ট্রফি হাতে নিয়ে ঘুরবেন আরসিবির ক্রিকেটাররা।

8 / 8
সবশেষে আরসিবির জন্য স্টেডিয়ামেও বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে, বলেই জানা গিয়েছে। আরসিবির ভক্তদের কাছে এই দিনটা অত্যন্ত স্পেশাল হতে চলেছে। দলের ক্রিকেটারদের পাশাপাশি তাঁদেরও বহুদিনের স্বপ্নপূরণ হয়েছে আইপিএল ট্রফি জয়ের।

সবশেষে আরসিবির জন্য স্টেডিয়ামেও বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে, বলেই জানা গিয়েছে। আরসিবির ভক্তদের কাছে এই দিনটা অত্যন্ত স্পেশাল হতে চলেছে। দলের ক্রিকেটারদের পাশাপাশি তাঁদেরও বহুদিনের স্বপ্নপূরণ হয়েছে আইপিএল ট্রফি জয়ের।