Ringworm: দাদ, হাজা, চুলকানিতে অস্থির? অয়েন্টমেন্টের সঙ্গে লাগান এই প্রাকৃতিক উপাদান

megha |

May 30, 2024 | 3:45 PM

Home Remedies: রেমলার দাপট কমলেও গরমের হাত থেকে নিস্তার নেই। বরং, ভ্যাপসা গরম। আর এই গরমেই বাড়ে ত্বকের হাজারো সমস্যা। যার মধ্যে একটি হল ‘রিংওয়ার্ম’ বা ‘দাদ’। আঁটসাঁট পোশাক পরলে, ঘাম জমে এই দাদের সমস্যা দেখা দেয়। মারাত্মক চুলকানি হতে থাকে।

1 / 8
রেমলার দাপট কমলেও গরমের হাত থেকে নিস্তার নেই। বরং, ভ্যাপসা গরম। আর এই গরমেই বাড়ে ত্বকের হাজারো সমস্যা। যার মধ্যে একটি হল ‘রিংওয়ার্ম’ বা ‘দাদ’।

রেমলার দাপট কমলেও গরমের হাত থেকে নিস্তার নেই। বরং, ভ্যাপসা গরম। আর এই গরমেই বাড়ে ত্বকের হাজারো সমস্যা। যার মধ্যে একটি হল ‘রিংওয়ার্ম’ বা ‘দাদ’।

2 / 8
আঁটসাঁট পোশাক পরলে, ঘাম জমে এই দাদের সমস্যা দেখা দেয়। ত্বকের উপর গোল-গোল, চাকা-চাকা দাগ তৈরি হয়। লাল কিংবা গোলাপি রঙের হয় এই দাদ। সঙ্গে চুলকানি হতে থাকে।

আঁটসাঁট পোশাক পরলে, ঘাম জমে এই দাদের সমস্যা দেখা দেয়। ত্বকের উপর গোল-গোল, চাকা-চাকা দাগ তৈরি হয়। লাল কিংবা গোলাপি রঙের হয় এই দাদ। সঙ্গে চুলকানি হতে থাকে।

3 / 8
দাদ হল ফাঙ্গাল ইনফেকশন বা সংক্রমণ। ঘাম জমলে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দাদ হওয়ার সম্ভাবনা বাড়ে। হাত-পা, বগল, পায়ের আঙুলের খাঁজে, উরুতে বেশি এই সমস্যা দেখা দেয়।

দাদ হল ফাঙ্গাল ইনফেকশন বা সংক্রমণ। ঘাম জমলে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দাদ হওয়ার সম্ভাবনা বাড়ে। হাত-পা, বগল, পায়ের আঙুলের খাঁজে, উরুতে বেশি এই সমস্যা দেখা দেয়।

4 / 8
যেহেতু দাদ ফাঙ্গাল ইনফেকশন, তাই এই সংক্রমণ একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দাদের চুলকানি ও সংক্রমণ দূর করতে আপনি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।

যেহেতু দাদ ফাঙ্গাল ইনফেকশন, তাই এই সংক্রমণ একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দাদের চুলকানি ও সংক্রমণ দূর করতে আপনি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।

5 / 8
যে স্থানে দাদ হয়েছে, সেই জায়গা সবসময় পরিষ্কার রাখুন। প্রয়োজনে সাবান দিয়ে পরিষ্কার করুন। আঁটসাঁট পোশাক পরাও এড়িয়ে চলুন। দাদ সারানোর অয়েন্টমেন্ট ব্যবহারের পাশাপাশি ঘরোয়া টোটকার সাহায্য নিন।

যে স্থানে দাদ হয়েছে, সেই জায়গা সবসময় পরিষ্কার রাখুন। প্রয়োজনে সাবান দিয়ে পরিষ্কার করুন। আঁটসাঁট পোশাক পরাও এড়িয়ে চলুন। দাদ সারানোর অয়েন্টমেন্ট ব্যবহারের পাশাপাশি ঘরোয়া টোটকার সাহায্য নিন।

6 / 8
দাদের হাত থেকে ছুটি দিতে পারে নিম পাতা। নিম পাতার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের সংক্রমণ দূর করে। নিম পাতা বেটে সরাসরি সংক্রমক স্থানের উপর লাগান।

দাদের হাত থেকে ছুটি দিতে পারে নিম পাতা। নিম পাতার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের সংক্রমণ দূর করে। নিম পাতা বেটে সরাসরি সংক্রমক স্থানের উপর লাগান।

7 / 8
ত্বকের সমস্যা দূর করতে উপযোগী হলুদ। কাঁচা হলুদ বেটে দাদের উপর লাগান। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান দাদের হাত থেকে মুক্তি দেবে।

ত্বকের সমস্যা দূর করতে উপযোগী হলুদ। কাঁচা হলুদ বেটে দাদের উপর লাগান। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান দাদের হাত থেকে মুক্তি দেবে।

8 / 8
ত্বকের আর্দ্রতা ধরে রাখা ছাড়াও সংক্রমণ হাত থেকে রেহাই দেয় নারকেল তেল। দাদের উপর নারকেল তেল লাগালে চুলকানি ও দাগের হাত থেকে মুক্তি পাবেন।

ত্বকের আর্দ্রতা ধরে রাখা ছাড়াও সংক্রমণ হাত থেকে রেহাই দেয় নারকেল তেল। দাদের উপর নারকেল তেল লাগালে চুলকানি ও দাগের হাত থেকে মুক্তি পাবেন।

Next Photo Gallery