ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার (Neymar) বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রে। তাঁর বোন রাফায়েলা স্যান্টোসও (Rafaella Santos) এ ক্ষেত্রে পিছিয়ে নেই। (ছবি - রাফায়েলা স্যান্টোস ইন্সটাগ্রাম)
দাদা নেইমারের মতো, রাফায়েলাও ট্যাটুপ্রেমী। নেইমারের প্রায় পুরো শরীরেই রয়েছে একাধিক ট্যাটু। দাদার দেখানো পথে হেঁটে রাফায়েলাও সারি দিয়ে ট্যাটু করিয়েছেন। (ছবি - রাফায়েলা স্যান্টোস ইন্সটাগ্রাম)
রাফায়েলা সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। তিনি কী করছেন, কোথায় যাচ্ছেন খুঁটিনাটি ভাগ করে নেন নিজের ভক্তদের সঙ্গে। (ছবি - রাফায়েলা স্যান্টোস ইন্সটাগ্রাম)
সদ্য ব্রাজিলিয়ান তারকা নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের বোন রাফায়েলা স্যান্টোস সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি লাল বিকিনি পরা ছবি শেয়ার করেছেন। পুলের পাশে বসে থাকা ওই ছবি ঝড় তুলেছে তাঁর ফ্যানেদের মনে। (ছবি - রাফায়েলা স্যান্টোস ইন্সটাগ্রাম)
ওই ছবি শেয়ার করতেই লাস্যময়ী রাফায়েলার ইন্সটাগ্রামের কমেন্ট বক্স হু হু করে ভরে গিয়েছে। প্রায় দেড় লাখ লাইক পড়েছে নেইমারের বোনের ওই লাল বিকিনি পরা ছবিটিতে। (ছবি - রাফায়েলা স্যান্টোস ইন্সটাগ্রাম)
পুলের পাশে বসে সূর্যস্নান দারুণ উপভোগ করেছেন নেইমারের বোন রাফায়েলা। (ছবি - রাফায়েলা স্যান্টোস ইন্সটাগ্রাম)
রাফায়েলার নতুন নতুন ছবি দেখার অপেক্ষায় থাকেন তাঁর ফ্যানেরা। ইন্সটাগ্রামে রাফায়েলা স্যান্টোসের ফলোয়ার্স সংখ্যা ৫.৯ মিলিয়ন। (ছবি - রাফায়েলা স্যান্টোস ইন্সটাগ্রাম)
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বোন হিসেবে রাফায়েলা পরিচিত ঠিকই, কিন্তু তিনি মডেলিংয়ের দৌলতে নিজের আলাদা পরিচিতিও বানিয়েছেন। উল্লেখ্য, দাদা নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে রাফায়েলার। (ছবি - রাফায়েলা স্যান্টোস ইন্সটাগ্রাম)