চুম্বন দৃশ্যে দক্ষিণের তারকারাও পিছিয়ে নেই। বিজয় দেবেরকোন্ডা, রশ্মিকা মনদানা থেকে সামান্থা রুথ প্রভু নাগা চৈতন্য মতো দক্ষিণ অভিনেতাদের কিছু হটেস্ট এবং লিপলক দৃশ্য চর্চ্চায় রয়েছে। যার মধ্যে প্রথমেই প্রভাস এবং অনুষ্কা শেট্টির ‘বাহুবলি: দ্য কনকুলেশন’ ছবিতে তাঁদের চুম্বন দৃশ্যের কথা মনে আসে। এই দুই তারকার সম্পর্ক নিয়ে দক্ষিণে জল্পনা তুঙ্গে। ছবিতে গভীর চুম্বন যেন বার বার তাঁদের সম্পর্কের গভীরতাকে বুঝিয়ে দেয়।
বিজয় দেবেরাকোন্ড এবং রশ্মিকা মনদানা-দক্ষিণের এই জুটির সম্পর্ক নিয়েও জল্পনা তুঙ্গে। ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের চুম্বন দৃশ্য দেখেও ভক্তরা তাঁদের সম্পর্কে নিয়ে আরও জল্পনা করেন।
‘ইয়ে মায়া চেসেভে’ ছবিতে সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের লিপলক দৃশ্য তাঁদের প্রথম চুম্বন ছিল। এই ছবির পর থেকেই তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন।
মহেশ বাবু এবং কৃতি স্যানন ‘১ নেনোক্কাদিন’ ছবিতে তাঁদের উষ্ণতাময় লিপলক দৃশ্যে অনস্ক্রিনে পারদ তুলেছিল।
‘আরিয়া ২’ ছবিতে আল্লু অর্জুন এবং কাজল আগরওয়ালের লিফ্টের চুম্বন দৃশ্য বেশ মজাদার। আল্লু অনেক ছবিতেই তাঁর নায়িকার সঙ্গে লিপলক করেছেন।