
পুজোয় পালস সিজন ২ শুরু হয়েছে। পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলার যৌথ উদ্যোগে পুজোয় পালস ট্যাবলো ঘুরছে জেলায় জেলায়।

কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এলাকায় পুজোর পালস ট্যাবলো পৌঁছতেই উপচে পড়ে মানুষের ভিড়।

এতদিন পালসের নোনতা স্বাদে মজেছেন পালসপ্রেমিরা। এবার পুজোয় পালস ট্যাবলো থেকে নতুন স্বাদের পালস-এর স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে।

গোলমোল ক্যান্ডিতে তেঁতুলের স্বাদ, আবার চিউইও। ছোটবেলার তেঁতুল টকের নস্টালজিয়া লুকিয়ে এই স্বাদে।

এই ট্যাবলো থেকে থাকছে নানা রকমের খেলা, কুইজ। এই ট্যাবলো ঘুরছে রাজ্যের ২২টি জায়গায়। কুইজের উত্তর দিতে পারলে থাকছে পুরস্কার জেতার সুযোগ।