Pujoy Pulse 2025: পালসের ট্যাবলো ঘুরছে বাংলা জুড়ে, ফিরছে ছোটবেলার স্মৃতি

Pujoy Pulse 2025: বাচ্চা তো বটেই, বয়স্করাও খুশি এই লজেন্সে। পালসের আগের চটপটা স্বাদ আমরা জানি। কিন্তু এবার যেন সবটা ছাপিয়ে। ১৮ সেপ্টেম্বর পালসের ট্যাবলো ঘুরল মালদহ ও বর্ধমানের একাধিক জায়গায়।

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 18, 2025 | 6:02 PM

1 / 8
পুজোর উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। চলছে জোর কদমে কেনাকাটা, প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কেনাকাটার ফাঁকে খাওয়াদাওয়া।

পুজোর উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। চলছে জোর কদমে কেনাকাটা, প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কেনাকাটার ফাঁকে খাওয়াদাওয়া।

2 / 8
কিন্তু খাওয়ার পর তো একটু চটপটে খেতে ইচ্ছা করে, তাই না! এবার পুজোয় আমাদের সকলের ফেভারিট পালস নতুন স্বাদে। তিলোত্তমায় ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো।

কিন্তু খাওয়ার পর তো একটু চটপটে খেতে ইচ্ছা করে, তাই না! এবার পুজোয় আমাদের সকলের ফেভারিট পালস নতুন স্বাদে। তিলোত্তমায় ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো।

3 / 8
'গোল-কা-মোল'-পুজোর পালসে এবার নতুন ভেরিয়েন্ট! মুখে দিলেই সক্কলে বলছেন, আহা! কী স্বাদ।

'গোল-কা-মোল'-পুজোর পালসে এবার নতুন ভেরিয়েন্ট! মুখে দিলেই সক্কলে বলছেন, আহা! কী স্বাদ।

4 / 8
এ এমন এক স্বাদ, যে স্বাদের ভাগ নিতে চান আট থেকে আশি!মুখে দিলেই ভরে যাচ্ছে মন।  অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার স্মৃতি।

এ এমন এক স্বাদ, যে স্বাদের ভাগ নিতে চান আট থেকে আশি!মুখে দিলেই ভরে যাচ্ছে মন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার স্মৃতি।

5 / 8
এবারে পালসে পাবেন ইমলির স্বাদ! যে স্বাদ আপনার অরুচি মুখেও রুচি আনবে বইকি!

এবারে পালসে পাবেন ইমলির স্বাদ! যে স্বাদ আপনার অরুচি মুখেও রুচি আনবে বইকি!

6 / 8
বাচ্চা তো বটেই, বয়স্করাও খুশি এই লজেন্সে। পালসের আগের চটপটা স্বাদ আমরা জানি। কিন্তু এবার যেন সবটা ছাপিয়ে।

বাচ্চা তো বটেই, বয়স্করাও খুশি এই লজেন্সে। পালসের আগের চটপটা স্বাদ আমরা জানি। কিন্তু এবার যেন সবটা ছাপিয়ে।

7 / 8
১৮ তারিখ, পালসের ট্যাবলো ঘুরল মালদহে

১৮ তারিখ, পালসের ট্যাবলো ঘুরল মালদহে

8 / 8
১৮ তারিখ, পালসের ট্যাবলো ঘুরল বর্ধমানের একাধিক জায়গায়

১৮ তারিখ, পালসের ট্যাবলো ঘুরল বর্ধমানের একাধিক জায়গায়