ঈপ্সা চ্যাটার্জী |
Oct 04, 2024 | 3:18 PM
ঢাকের কাঠি পড়ে গিয়েছে। আর দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং। শুধু ঠাকর দেখলেই হবে,টুকটাক কিছু মুখেও তো দিতে হবে!
আর ক্যান্ডি মানেই এখন পালস। পুজো শুরু হতেই উপহারের সম্ভার নিয়ে হাজির পুজোয় পালস। পালস এবার পুজোয় এনেছে নতুন ক্যান্ডি- গোলমোল। তেঁতুলের টক-মিষ্টি স্বাদে মাতোয়ারা সবাই।
গত বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে টিভি ৯ বাংলার পুজোয় পালসের ট্যাবলো।
এবার পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গিয়েছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইটাহারে।
পুজোয় পালসের ট্যাবলো দেখেই ভিড় জমান সাধারণ মানুষ। আট থেকে আশি- সকলেই একবার পালস ক্যান্ডি চেখে দেখতে চাইছেন।