Jio 5G Recharge Plans: দামি, সস্তা মিলিয়ে Reliance Jio-র এই 14 রিচার্জ প্ল্যানে পেয়ে যাবেন দুর্ধর্ষ 5G নেটওয়ার্ক

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 30, 2022 | 6:43 PM

Jio 5G Recharge Plans: জিও 5G ওয়েলকাম অফার কী, কোন কোন প্ল্যান রিচার্জ করলে আপনি রিলায়েন্স জিও-র হাই-স্পিড 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

1 / 9
দেশে অত্যন্ত দ্রুততার সঙ্গে স্ট্যান্ডআলোন 5G নেটওয়ার্ক লঞ্চ করছে Reliance Jio। ইতিমধ্যেই দেশের 57টি শহরে রিলায়েন্স জিও তাদের 5G পরিষেবার শুভ সূচনা করেছে। আর এই সব শহরের বাসিন্দারা আমন্ত্রণের ভিত্তিতে Jio 5G Welcome Offer থেকে রিলায়েন্স জিও-র 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। কী এই জিও 5G ওয়েলকাম অফার, কোন কোন প্ল্যান রিচার্জ করলে আপনি রিলায়েন্স জিও-র হাই-স্পিড 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

দেশে অত্যন্ত দ্রুততার সঙ্গে স্ট্যান্ডআলোন 5G নেটওয়ার্ক লঞ্চ করছে Reliance Jio। ইতিমধ্যেই দেশের 57টি শহরে রিলায়েন্স জিও তাদের 5G পরিষেবার শুভ সূচনা করেছে। আর এই সব শহরের বাসিন্দারা আমন্ত্রণের ভিত্তিতে Jio 5G Welcome Offer থেকে রিলায়েন্স জিও-র 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। কী এই জিও 5G ওয়েলকাম অফার, কোন কোন প্ল্যান রিচার্জ করলে আপনি রিলায়েন্স জিও-র হাই-স্পিড 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

2 / 9
Jio 5G ওয়েলকাম অফার কী- আপনার কাছে 5G স্মার্টফোন থাকলেই Jio True 5G ব্যবহার করতে পারবেন। তবে নেটওয়ার্ক একবার চালু হলে আপনাকে Jio 5G ওয়েলকাম অফারটি একবার পেতে হবে। এই অফারে ইউজাররা আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল যে, আলাদা করে 5G পরিষেবার জন্য কোনও রিচার্জ প্ল্যান নিয়ে আসেনি রিলায়েন্স জিও। 4G প্ল্যানের রিচার্জের খরচেই আপনি 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Jio 5G ওয়েলকাম অফার কী- আপনার কাছে 5G স্মার্টফোন থাকলেই Jio True 5G ব্যবহার করতে পারবেন। তবে নেটওয়ার্ক একবার চালু হলে আপনাকে Jio 5G ওয়েলকাম অফারটি একবার পেতে হবে। এই অফারে ইউজাররা আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল যে, আলাদা করে 5G পরিষেবার জন্য কোনও রিচার্জ প্ল্যান নিয়ে আসেনি রিলায়েন্স জিও। 4G প্ল্যানের রিচার্জের খরচেই আপনি 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।

3 / 9
কীভাবে Jio 5G ওয়েলকাম অফার পাবেন- Reliance Jio আগেই ঘোষণা করেছিল যে, ঠিক এখনই প্রত্যেকে 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন না। কোম্পানি এখন যাঁদের কাছে 5G এবং Jio 5G ওয়েলকাম অফারের ইনভাইট পাঠাবেন, তাঁরাই একমাত্র ব্যবহার করতে পারবেন। তার জন্য My Jio App-এ আপনাকে ঢুঁ মারতে হবে। তবে আপনার ফোনে যদি Jio 5G চলে আসে, তাহলে কোম্পানিই আপনার কাছে SMS-এর মাধ্যমে একটি নোটিফিকেশন পাঠাবে। পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপেও একটি মেসেজ পাঠাবে রিলায়েন্স জিও।

কীভাবে Jio 5G ওয়েলকাম অফার পাবেন- Reliance Jio আগেই ঘোষণা করেছিল যে, ঠিক এখনই প্রত্যেকে 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন না। কোম্পানি এখন যাঁদের কাছে 5G এবং Jio 5G ওয়েলকাম অফারের ইনভাইট পাঠাবেন, তাঁরাই একমাত্র ব্যবহার করতে পারবেন। তার জন্য My Jio App-এ আপনাকে ঢুঁ মারতে হবে। তবে আপনার ফোনে যদি Jio 5G চলে আসে, তাহলে কোম্পানিই আপনার কাছে SMS-এর মাধ্যমে একটি নোটিফিকেশন পাঠাবে। পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপেও একটি মেসেজ পাঠাবে রিলায়েন্স জিও।

4 / 9
কোন কোন প্ল্যান রিচার্জ করলে Jio 5G নেটওয়ার্ক চলবে- সবার প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস থেকে Jio 5G নেটওয়ার্ক এনাবল করতে হবে। তারপর আপনাকে নিশ্চিত করতে হবে যেন 239 টাকার বেশি কোনও Jio Plan আপনি ব্যবহার করেন। তার থেকেও বড় কথা হল, আপনি যে এলাকায় বসবাস করেন সেখানে যেন 5G নেটওয়ার্ক কভারেজ থাকে, সে ব্যাপারটাও নিশ্চিত করতে হবে।

কোন কোন প্ল্যান রিচার্জ করলে Jio 5G নেটওয়ার্ক চলবে- সবার প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস থেকে Jio 5G নেটওয়ার্ক এনাবল করতে হবে। তারপর আপনাকে নিশ্চিত করতে হবে যেন 239 টাকার বেশি কোনও Jio Plan আপনি ব্যবহার করেন। তার থেকেও বড় কথা হল, আপনি যে এলাকায় বসবাস করেন সেখানে যেন 5G নেটওয়ার্ক কভারেজ থাকে, সে ব্যাপারটাও নিশ্চিত করতে হবে।

5 / 9
Jio 2.5GB ডেটা প্ল্যান- দৈনিক 2.5GB করে ডেটা পেয়ে যাবেন এমন দুটি প্ল্যান রয়েছে Jio-র ঝুলিতে। তাদের মধ্যে 2,999 টাকার Jio প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন বা এক বছর এবং 2023 টাকার নতুন প্ল্যানটিতে 252 দিনের বৈধতা পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

Jio 2.5GB ডেটা প্ল্যান- দৈনিক 2.5GB করে ডেটা পেয়ে যাবেন এমন দুটি প্ল্যান রয়েছে Jio-র ঝুলিতে। তাদের মধ্যে 2,999 টাকার Jio প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন বা এক বছর এবং 2023 টাকার নতুন প্ল্যানটিতে 252 দিনের বৈধতা পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

6 / 9
Jio 3GB ডেটা প্ল্যান- রিলায়েন্স জিও-র ঝুলিতে দুটি এমন প্ল্যান রয়েছে, যেগুলি ব্যবহারকারীরা প্রতিদিন 3GB করে ডেটা পেয়ে যাবেন। তাদের মধ্যে 1199 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন এবং 419 টাকার প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।

Jio 3GB ডেটা প্ল্যান- রিলায়েন্স জিও-র ঝুলিতে দুটি এমন প্ল্যান রয়েছে, যেগুলি ব্যবহারকারীরা প্রতিদিন 3GB করে ডেটা পেয়ে যাবেন। তাদের মধ্যে 1199 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন এবং 419 টাকার প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।

7 / 9
Jio 2GB ডেটা প্ল্যান- 2GB ডেইলি ডেটার গুচ্ছের প্ল্যান রয়েছে Reliance Jio-র ঝুলিতে। তাদের মধ্যে 2879 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন, 719 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন, 533 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন, 299 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন এবং 249 টাকার প্ল্যানটি 23 দিনের জন্য বৈধ।

Jio 2GB ডেটা প্ল্যান- 2GB ডেইলি ডেটার গুচ্ছের প্ল্যান রয়েছে Reliance Jio-র ঝুলিতে। তাদের মধ্যে 2879 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন, 719 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন, 533 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন, 299 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন এবং 249 টাকার প্ল্যানটি 23 দিনের জন্য বৈধ।

8 / 9
 Jio 1.5GB ডেটা প্ল্যান- রিলায়েন্স জিও-র ঝুলিতে পাঁচটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলিতে আপনি দৈনিক 1.5GB করে ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানগুলি হল 2545 টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি 336 দিন, 666 টাকার রিচার্জ প্ল্যান, যার ভ্যালিডিটি 84 দিন, 479 টাকার রিচার্জ প্ল্যান, যার ভ্যালিডিটি 56 দিন, 259 টাকার রিচার্জ প্ল্যান, যার ভ্যালিডিটি এক মাস এবং সর্বশেষ 239 টাকার রিচার্জ প্ল্যান, যার ভ্যালিডিটি 28 দিন।

Jio 1.5GB ডেটা প্ল্যান- রিলায়েন্স জিও-র ঝুলিতে পাঁচটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলিতে আপনি দৈনিক 1.5GB করে ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানগুলি হল 2545 টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি 336 দিন, 666 টাকার রিচার্জ প্ল্যান, যার ভ্যালিডিটি 84 দিন, 479 টাকার রিচার্জ প্ল্যান, যার ভ্যালিডিটি 56 দিন, 259 টাকার রিচার্জ প্ল্যান, যার ভ্যালিডিটি এক মাস এবং সর্বশেষ 239 টাকার রিচার্জ প্ল্যান, যার ভ্যালিডিটি 28 দিন।

9 / 9
Jio 5G: কোন কোন শহরে চালু হয়েছে- রিলায়েন্স জিও-র 5G পরিষেবা এখন দিল্লি, মুম্বই, বারাণসী, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, নাথদ্বারা, পুণে, গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, লখনউ, ত্রিবান্দম, মহীশূর, নাসিক, ঔরঙ্গাবাদ, চণ্ডীগড়. মোহালি, পাঁচকুলা, জ়িরাকপুর, খারার, দেরাবাসি এবং গুজরাতের 33টি জেলায় উপলব্ধ। 2023 সালের মধ্যে দেশের সর্বত্র 5G পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে Reliance Jio।

Jio 5G: কোন কোন শহরে চালু হয়েছে- রিলায়েন্স জিও-র 5G পরিষেবা এখন দিল্লি, মুম্বই, বারাণসী, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, নাথদ্বারা, পুণে, গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, লখনউ, ত্রিবান্দম, মহীশূর, নাসিক, ঔরঙ্গাবাদ, চণ্ডীগড়. মোহালি, পাঁচকুলা, জ়িরাকপুর, খারার, দেরাবাসি এবং গুজরাতের 33টি জেলায় উপলব্ধ। 2023 সালের মধ্যে দেশের সর্বত্র 5G পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে Reliance Jio।

Next Photo Gallery