ছবিতে দেখুন: জানেন কি ওটিটিতে জনপ্রিয়তা লাভ করছেন কোন-কোন শিল্পী?
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 14, 2021 | 2:13 PM
ওয়েব প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে উঠেছেন শিল্পীরা। তাদের মধ্যে অনেকেই চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বহু পরিচিত মুখ, অন্যদিকে দর্শকদের নজর কাড়ছে কিছু নতুন শিল্পীরা।
1 / 7
ঋত্বিক ভৌমিক: 'বানদিশ বানডিট'-এর অভিনেতা ঋত্বিক ভৌমিক ফিল্টার কপি এবং ভাইরাল ফিভারের মত ওয়েব প্ল্যাটফর্মে কাজ করে নজর কেড়েছে দর্শকের।
2 / 7
পঙ্কজ ত্রিপাঠী: এই তালিকায় সবচেয়ে প্রবীণ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, যাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে 'সেক্রেড গেমস'-এর রিলিজের পর। তারপর থেকে আর থেমে থাকেননি এই অভিনেতা। 'মির্জাপুর'-এর মত ওয়েব সিরিজ এবং 'মিমি' ও 'কাগজ'-এর মত সিনেমাতেও দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।
3 / 7
বিক্রান্ত মাস্সি: টেলিভিশনের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেছিল এই অভিনেতা। বর্তমানে বিক্রান্তের অভিনীত 'ক্রিমিনাল জাস্টিস', 'মির্জাপুর', 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর মত ওয়েব সিরিজ গুলি জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে, 'গিন্নি উইথস সানি', 'ডলি কিট্টি অউর ওহ চামকাতে সিতারে' ও 'কার্গো' এর মত ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশিত সিনেমাতেও অভিনয় করেছে বিক্রান্ত।
4 / 7
মিথিলা পালকর: 'লিটিল থিংস'-এর কাব্যকে কে না চেনে? সেই মিথিলা এখন ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। নেটফ্লিক্সে রিলিজ করা 'ত্রিভাঙ্গা' ও 'চপস্ট্রিক'-এর মত সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
5 / 7
আদর্শ গৌরব: 'দ্য হোয়াইট টাইগার'-এর নেগেটিভ চরিত্রে অভিনয় করেও জনপ্রিয় হয়ে উঠেছে এই ওটিটি স্টার। 'লীলা' ও 'হোস্টেল ডেইজ'-এর মত ওয়েব সিরিজেও দেখা গেছে গৌরবকে।
6 / 7
তনয়া মানিকতলা: 'ফ্লেমস'-এর নায়িকা তনয়া নজর কেড়েছে দেশবাসীর। 'অ্যা সুটেবল বয়' ও 'ফিল লাইক ইশক'তেও এই তরুণ নায়িকার অভিনয় প্রসংশনীয়।
7 / 7
রোহিত সারফ: জাতীয় ক্রাশ হিসাবে ওটিটি প্ল্যাটফর্মে রাজ করছেন রোহিত। 'ডিয়ার জিন্দেগি' থেকে 'দ্য স্কাই ইজ পিঙ্ক'-এর পর নেটফ্লিক্সে 'লুডো'তে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই তরুণ অভিনেতা। এখন সারফের ঝুলিতে রয়েছে 'মিসম্যাচ' ও 'ফিল লাইক ইশক'-এর মত ওয়েব সিরিজ।