Uttar Kolkata Udayer Pathe: উদযাপন নয়, শালের ‘আদরে’ ২২ তম জন্মদিন পালন ‘উদয়ের পথে’-র

Kolkata: এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সকাল এগাোটার সময় লেপ্রসি মিশন এর আবাসিক দের মধ্যে শাল প্রদান করেন।

| Edited By: tista roychowdhury

Dec 24, 2021 | 2:57 PM

1 / 5
কলকাতা: উত্তর কলকাতার উদয়ের পথে। বরাবর মানুষের পাশে থেকে নজির গড়েছে এই সংস্থা। এ বার ২২ তম জন্মদিনে নতুন করে পথ দেখাল এই স্বেচ্ছাসেবী সংস্থা।

কলকাতা: উত্তর কলকাতার উদয়ের পথে। বরাবর মানুষের পাশে থেকে নজির গড়েছে এই সংস্থা। এ বার ২২ তম জন্মদিনে নতুন করে পথ দেখাল এই স্বেচ্ছাসেবী সংস্থা।

2 / 5
বড়দিনের ঠিক আগে যখন সকলে উদযাপনে ব্যস্ত তখন, এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সকাল এগাোটার সময় লেপ্রসি মিশন এর আবাসিক দের মধ্যে শাল প্রদান করেন। প্যাকেটের গায়ে লেখা  'আদরের উৎসব'।

বড়দিনের ঠিক আগে যখন সকলে উদযাপনে ব্যস্ত তখন, এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সকাল এগাোটার সময় লেপ্রসি মিশন এর আবাসিক দের মধ্যে শাল প্রদান করেন। প্যাকেটের গায়ে লেখা 'আদরের উৎসব'।

3 / 5
এখানেই শেষ নয়, শুক্রবার বিকেলেই একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছে উদয়ের পথে সংস্থার পক্ষ থেকে।

এখানেই শেষ নয়, শুক্রবার বিকেলেই একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছে উদয়ের পথে সংস্থার পক্ষ থেকে।

4 / 5
পাশাপাশি, এইদিন বিকেল পাঁচটায় নিবন্ধীকরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বিকাশরঞ্জন ভট্টাচার্যের উপস্থিতিতে গণদর্পণের সঙ্গে যৌথ প্রয়াসে বাংলা ক্রিকেটের অধিনায়ক ও কোচ শ্রী উৎপল চট্টোপাধ্যায়কে 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' হিসেবে মনোনীত করা হবে।

পাশাপাশি, এইদিন বিকেল পাঁচটায় নিবন্ধীকরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বিকাশরঞ্জন ভট্টাচার্যের উপস্থিতিতে গণদর্পণের সঙ্গে যৌথ প্রয়াসে বাংলা ক্রিকেটের অধিনায়ক ও কোচ শ্রী উৎপল চট্টোপাধ্যায়কে 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' হিসেবে মনোনীত করা হবে।

5 / 5
শুক্রবার, হেঁদুয়া পার্কে উদয়ের পথে-র প্রাঙ্গনেই এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন দলের কর্মী, সদস্যরা

শুক্রবার, হেঁদুয়া পার্কে উদয়ের পথে-র প্রাঙ্গনেই এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন দলের কর্মী, সদস্যরা