SRK-Priyanka: প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম নাকি গড়ায় বিয়েতেও! মুখ খুলে কী বলেছিলেন শাহরুখ?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 04, 2023 | 8:03 PM

SRK-Priyanka: শাহরুখ খান-- 'পাঠান' ছবি দিয়ে কামব্যাক করে ইতিহাস তৈরি করেছেন তিনি। ২০১১ পর্যন্ত নারীঘটিত কোনও বিতর্কে নাম জড়ায়নি তাঁর। কিন্তু ২০১১ সালে যেন গুলিয়ে যায় সব হিসবে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাম জড়ায় তাঁর। এমনকি শোনা যায় তাঁরা নাকি বিয়েও করেছেন গোপনে।

1 / 6
শাহরুখ খান-- 'পাঠান' ছবি দিয়ে কামব্যাক করে ইতিহাস তৈরি করেছেন তিনি। ২০১১ পর্যন্ত নারীঘটিত কোনও বিতর্কে নাম জড়ায়নি তাঁর। কিন্তু ২০১১ সালে যেন গুলিয়ে যায় সব হিসবে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাম জড়ায় তাঁর। এমনকি শোনা যায় তাঁরা নাকি বিয়েও করেছেন গোপনে।

শাহরুখ খান-- 'পাঠান' ছবি দিয়ে কামব্যাক করে ইতিহাস তৈরি করেছেন তিনি। ২০১১ পর্যন্ত নারীঘটিত কোনও বিতর্কে নাম জড়ায়নি তাঁর। কিন্তু ২০১১ সালে যেন গুলিয়ে যায় সব হিসবে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাম জড়ায় তাঁর। এমনকি শোনা যায় তাঁরা নাকি বিয়েও করেছেন গোপনে।

2 / 6
SRK-Priyanka: প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম নাকি গড়ায় বিয়েতেও! মুখ খুলে কী বলেছিলেন শাহরুখ?

3 / 6
শাহরুখ বলেন, "একজন মহিলা যিনি আমার সঙ্গে কাজ করেছেন তাঁকে প্রশ্ন করা হচ্ছে। আমার ভাল লাগছে না। যে সম্মান আমি নারীদের দেখাই তা দেখানো হচ্ছে না"।

শাহরুখ বলেন, "একজন মহিলা যিনি আমার সঙ্গে কাজ করেছেন তাঁকে প্রশ্ন করা হচ্ছে। আমার ভাল লাগছে না। যে সম্মান আমি নারীদের দেখাই তা দেখানো হচ্ছে না"।

4 / 6
এখানেই থামেননি তিনি। প্রিয়াঙ্কার হয়ে তিনি বলেন, "আমি প্রিয়াঙ্কার কাছে দুঃখিত। এই কারণে নয় যে আমি কিছু অনৈতিক করেছি। দুঃখিত কারণ, ও আমার কাছের বন্ধু। আর ওকে আমার জন্য এসব শুনতে হচ্ছে।" তিনি জানিয়েছিলেন এ সব রটনাই।

এখানেই থামেননি তিনি। প্রিয়াঙ্কার হয়ে তিনি বলেন, "আমি প্রিয়াঙ্কার কাছে দুঃখিত। এই কারণে নয় যে আমি কিছু অনৈতিক করেছি। দুঃখিত কারণ, ও আমার কাছের বন্ধু। আর ওকে আমার জন্য এসব শুনতে হচ্ছে।" তিনি জানিয়েছিলেন এ সব রটনাই।

5 / 6
ফাইল চিত্র

ফাইল চিত্র

6 / 6
একটি সোফা কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সোফা তাঁর আয়ত্তের বাইরে ছিল। সেই কারণে গৌরীকে বলেছিলেন ঠিক তেমনই একটা সোফা বানিয়ে দিতে।

একটি সোফা কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সোফা তাঁর আয়ত্তের বাইরে ছিল। সেই কারণে গৌরীকে বলেছিলেন ঠিক তেমনই একটা সোফা বানিয়ে দিতে।

Next Photo Gallery